বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মদনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন। সেনা অভিযানে নেত্রকোনায় ২ মাদক কারবারি আটক নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ কেন্দুয়া কলেজ ছাত্রদলের বলিষ্ঠ নেতৃত্বে মোঃ জাকারুল ইসলাম নেত্রকোণার বারহাট্টায় ডিএনসি’র অভিযানঃ গাঁজাসহ এক মাদক কারবারি আটক নেত্রকোনা জেলায়  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  কাজী শাহনেওয়াজ  নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত ভারতীয় মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পুর্ণ  ভুয়া ও ভিত্তিহীন               — খেলাফত আন্দোলন

ব্রেকিং নিউজ
#মদনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।#সেনা অভিযানে নেত্রকোনায় ২ মাদক কারবারি আটক#নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত#নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার#সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ#কেন্দুয়া কলেজ ছাত্রদলের বলিষ্ঠ নেতৃত্বে মোঃ জাকারুল ইসলাম#নেত্রকোণার বারহাট্টায় ডিএনসি’র অভিযানঃ গাঁজাসহ এক মাদক কারবারি আটক#নেত্রকোনা জেলায়  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  কাজী শাহনেওয়াজ #নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত#ভারতীয় মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পুর্ণ  ভুয়া ও ভিত্তিহীন               — খেলাফত আন্দোলন#মদনে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক আগমন উপলক্ষে গণসংযোগ#নেত্রকোনায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক’ সেমিনার#শেখ হাসিনার নাম পরিবর্তন করে শাহ্ সুলতান বিশ^বিদ্যালয় নামকরণের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান#মদন ভারপ্রাপ্ত ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল।#লুৎফুজ্জান বাবরের ২১ শে গ্রেনেড হামলা মামলায় খালাসে মদনে আনন্দ মিছিল।#বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ#ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#এডভোকেট আলিফ হত্যাকান্ডের ন্যায় বিচার ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধ করার দাবিতে   নেত্রকানায় খেলাফত আন্দোলনের  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ#সুন্দর সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা নেত্রকোনায় জনউদ্যোগের আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান#নেত্রকোণায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকায় কমতে শুরু করেছে কাক, হতাশ পরিবেশবাদীরা

সুমাইয়া জামান ঐশী / ১২৫ বার পড়া হয়েছে
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

প্রকাশের সময় 05/03/2024

 রাজধানীতে কমছে কাকের সংখ্যা। কোনো বয়সের মানুষই আর আগের মতো দেখতে পান না কাক। কতটা কমেছে এই পাখি? এতে মানুষেরই বা কী? বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিটা দিনশেষে মানুষেরই। কাক বিলিনের কারণ হিসেবে উঠে আসছে খাদ্যে প্লাস্টিক; যে খাবার মানুষেরই উচ্ছ্বিষ্ট। যার প্রভাবে আগের মতো আর জন্মাচ্ছেও না নগরপক্ষী চিরচেনা কাক।
এক সময় নগরবাসির ঘুম ভাঙতো কাকের স্বরে। কিন্তু ইদানিং কী যেন হয়েছে, আগের মতো কাকের দেখা মিলছে না। ডাস্টবিনগুলো ঘিরে আর নেই শত শত কাক। তবে কি তীলত্তমা এ শহর থেকে মুখ ফিরিয়ে নিলো পাখিরূপে প্রাকৃতিক এ পরিচ্ছ্বনতাকর্মী?
বয়স ৭০ এর কাছাকাছি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। তিনিও বলছেন একই কথা। জানতে চাওয়া হলো, আগের মতো আর কাক দেখেন না আজ ক’বছর? উত্তরে জানান, আগে কাকের ডাকে ঘুম ভাঙতো। কিন্তু এখন আর তেমন দেখা যায় না এই শহরে। বললেন, জমিতে প্রতিনিয়ত কিটনাশকের ব্যবহার প্রভাব ফেলছে কাকের জীবনচক্রে।
নজরুল ইসলামের মতো করে না হলেও, কাকশূন্যতা টের পায় তরুণরাও। একই কথা জানালেন আবির হোসেন নামের আরেক যুবক। তার মতে, অনিয়ন্ত্রিত শিল্পকারখানা ও এ থেকে সৃষ্ট ক্ষতিকর ধোঁয়াই কাল হয়ে দাঁড়াচ্ছে কাক ও অন্যান্য পাখিদের জন্য।
বলা হয়, পক্ষীকূলে বুদ্ধিমত্তায় চৌকস এই কাক। শক্ত তার অভিযোজন ক্ষমতা। তারপরও কী এমন প্রতিকূলতা পরিবেশে, যা কাকেদেরও থাকতে দিচ্ছে না এই নগরে? প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের কাছে। তিনি বলেন, কাকের খাদ্য, নিরাপত্তা, বাসস্থান কমে যাচ্ছে। কমে যাচ্ছে এদের প্রজননের জায়গা।
কাকের বুদ্ধিমত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, কাক শুধু পানি খায়ই না, তারা গোসলও করে। সে জায়গাগুলো এখন কমে গেছে শহরে।
প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের কথা তুলে ধরেন এই ঢাবি গবেষক। তিনি বলেন, খাদ্যের মাধ্যমে মাইক্রো প্লাস্টিকের কণায় কমে যাচ্ছে কাকের প্রজনন ক্ষমতা। সংরক্ষণ আর উন্নয়ন এক সঙ্গে চলতে চলতে পারে না। উন্নয়নের জন্য এই জিনিসগুলোকে ছাড় দিতে হবে।
বন্যপ্রাণী নিয়ে সবশেষ আইনের সংশোধনে ক্ষতিকর প্রাণী তালিকা থেকে কাককে মুক্ত করে আনায় অন্যতম ছিলেন ড. আনোয়ারুল। তার মতে, পরিবেশের স্বাস্থ্য নির্দেশ করে বন্য প্রাণীরা। পরিবেশের স্বাস্থ্য যে ভালো নেই, তারই প্রমাণ কাকশূণ্যতা। এর খেসারত দিতে হবে নগর ও নাগরিকদের।
নগরের টেকসই উন্নয়ন করতে গেলে, নগরপক্ষী কাককেও এই নগরে থাকতে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর