প্রকাশের সময় 24/04/2024
মদন-খালিয়াজুরি সড়কের সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের পাশে মঙ্গলবার রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় রকি মিয়া নামে একজন নিহত হয়।
নিহত রকি মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রকি মিয়া মদন বাজারের রফিক ডেকোরেশনের দোকানে কাজ করে। মঙ্গলবার রাতে কাজ শেষে কুলিয়াটি থেকে দোকানের দিকে যাচ্ছিল রকি মিয়া। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন ট্রাকসহ তিনজনকে আটক করে, তারপর আহত রকি মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঐ সময় বিজয় নামের একজনকে আটক করে স্থানীয় জনতা। আটককৃত ব্যাক্তি ট্রাক চালকের সহকারি বলে জানা গেছে। আটককৃতদের দুইজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।
মদন থানার ওসি (তদন্ত) জাঙ্গীর আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট করে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেল্পার আটক রয়েছে।