
কলমাকান্দায় ট্রলার ডুবে ২ নারীর মৃত্যু
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন বড়ইউন্দ গ্রামে ট্রলারডুবিতে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর বারোটার দিকেএ দু’র্ঘ’ট’না ঘটে। জানা গেছে শ্রাদ্ধের অনুষ্ঠান শেষে ট্রলারে বাড়ি ফিরছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় যে, গেছে অতিরিক্ত যাত্রীর কারণে বড়ইউন্দ গ্রাম সংলগ্ন ঘোড়া মারার খালে ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবিতে উজ্জলা সরকার (৫০)ও জলি সরকার (৫৫) দুই নারীর…