
নেত্রকোনার মদনে খানা-খন্দে ভরা সড়ক, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
নেত্রকোনার মদন উপজেলা সদর হতে ফতেপুর পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার সড়কের চার ভাগের তিন ভাগ সড়ক খানা-খন্দে ভরা, বাকী এক ভাগও জরাজীর্ণ! খানা-খন্দে পানি জমে চলাচলে তৈরি হয়েছে চরম দুর্ভোগের।এছাড়াও রয়েছ ঝুঁকিপূর্ণ ১টি ব্রিজ ও ৩টি বাক্স কালভার্ট। ২০০১ সাল হতে এখন পর্যন্ত একবার সংস্কার কাজ হলেও তিন মাসও টিকেনি। মদন পৌরসভার ৫ নং ওয়ার্ড…