
নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি হলেন আবু আক্কাস, সম্পাদক তানভীর জাহান চৌধুরী
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ ও সাধারণ কবি তানভীর জাহান চৌধুরী। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার কক্ষে অধ্যাপক ননী গোপাল সরকারের সভাপতিত্বে ও সূফী কবি এনামূল হক পলাশের সঞ্চালনায় নেত্রকোণা সাহিত্য সমাজের সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতি সকলের সম্মতিতে বীরমুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদকে সভাপতি, ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরীকে…