আকস্মিক ঝরে মদনে বৈদ্যুত তারের সাথে লেগে দুই গরু নিহত

প্রকাশের সময় 17/03/2024

নেত্রকোনার মদনে ঝড়ে ছিঁড়ে গিয়েছিল বিদ্যুতের খুঁটি থেকে আসা সেচের মটরের লাইনের তার, আর সেই তার ছিঁড়ে পড়ে নদীতে ষাঁড় গরু দুটি নদী থেকে সাঁতরিয়ে উঠার সময়বি দ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় কৃষক হাফিজুলের ২ লক্ষ বিশ হাজার টাকার মূল্যের দুইটি গরু।

গত শনিবার ১৬ই মার্চ আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে হঠাৎ ঝড় আসে। আরএই ঝড়ের কবলে পড়ে কৃষক হাফিজুলের দুটি ষাঁড় গরু।

এলাকাবাসির সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সেচের পানির মোটরের লাইন ছিঁড়ে নদীতে পড়ে, কৃষক হাফিজুল ঝড়ের কবল থেকে গরু দুইটা কি রক্ষা করার জন্য বাড়ির উদ্দেশ্যে নদীতে সাঁতরায়ে দেয় ওপারে বাড়ির দিকে উঠার জন্য। ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে নদীর পানিতে পড়ে থাকায় বৈদ্যুৎপৃষ্ট হয়ে গরু দুইটি নিহত হয়।

রোজ শনিবার ১৬ই মার্চ এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের পিছনের নদীতে।

হতদরিদ্র কৃষক হাফিজুল মিয়া জানান, হঠাৎ ঝড় আসায় গরু দুটিকে নদীতে সাঁতরিয়ে দেই তাড়াতাড়ি বাড়ির দিকে উঠে চলে যায় জন্য জানতাম না যে নদীর মাঝে কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে।

নদীতেই কারেন্টের তার লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমার গরু দুইটা মারা যায়। আমার দুইটা গরুর মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে এটি ছিল একমাত্র আমার সম্বল।

হঠাৎ ঝড়ে পড়া বৈদ্যুতিক তারে লেগে কৃষক হাফিজুলের দুইটি গরু নিহত হয়।

এবিষয়ে উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম ফিরোজ হোসেন জানায়, এ ধরনের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি এর পরেও বিষয়টি জেনে তদন্ত সাপেকে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *