শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী শিক্ষার্থীদের পুষ্টি ক্যাম্পেইন: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা ও প্রবাস মেলা  মদনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন। সেনা অভিযানে নেত্রকোনায় ২ মাদক কারবারি আটক নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ কেন্দুয়া কলেজ ছাত্রদলের বলিষ্ঠ নেতৃত্বে মোঃ জাকারুল ইসলাম নেত্রকোণার বারহাট্টায় ডিএনসি’র অভিযানঃ গাঁজাসহ এক মাদক কারবারি আটক নেত্রকোনা জেলায়  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  কাজী শাহনেওয়াজ 

ব্রেকিং নিউজ
#দুর্গাপুরে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী শিক্ষার্থীদের পুষ্টি ক্যাম্পেইন:#আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা ও প্রবাস মেলা #মদনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।#সেনা অভিযানে নেত্রকোনায় ২ মাদক কারবারি আটক#নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত#নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার#সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ#কেন্দুয়া কলেজ ছাত্রদলের বলিষ্ঠ নেতৃত্বে মোঃ জাকারুল ইসলাম#নেত্রকোণার বারহাট্টায় ডিএনসি’র অভিযানঃ গাঁজাসহ এক মাদক কারবারি আটক#নেত্রকোনা জেলায়  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  কাজী শাহনেওয়াজ #নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত#ভারতীয় মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পুর্ণ  ভুয়া ও ভিত্তিহীন               — খেলাফত আন্দোলন#মদনে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক আগমন উপলক্ষে গণসংযোগ#নেত্রকোনায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক’ সেমিনার#শেখ হাসিনার নাম পরিবর্তন করে শাহ্ সুলতান বিশ^বিদ্যালয় নামকরণের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান#মদন ভারপ্রাপ্ত ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল।#লুৎফুজ্জান বাবরের ২১ শে গ্রেনেড হামলা মামলায় খালাসে মদনে আনন্দ মিছিল।#বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ#ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#এডভোকেট আলিফ হত্যাকান্ডের ন্যায় বিচার ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধ করার দাবিতে   নেত্রকানায় খেলাফত আন্দোলনের  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কেন্দুয়ায় গ্রাম্য সালিশকে কেন্দ্র করে যুবককে অমানবিক নির্যাতন।

এম.এস.রয়েল, কেন্দুয়া। / ৮৯ বার পড়া হয়েছে
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

প্রকাশের সময় 13/09/2024

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নে নারী সংক্রান্ত একটি গ্রাম্য সালিশকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরে বজলু নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নের কলসহাটি গ্রামের ইছব আলীর ছেলে দিদারুল হক বজলু (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন বজলুর সাথে মুঠোফোনে কথা হলে-তিনি জানান একই গ্রামের শেখ নাজমুল হক ও মোস্তফা কামাল বাবলুর নির্দেশে মধুর নেতৃত্বে তার ওপর এ নির্যাতন করা হয়েছে। তার ওপর অমানবিক নির্যাতন করে হাত ও পা ভেংগে দেওয়ায় চিকিৎসা শেষে থানায় এসে সে লিখিত অভিযোগ দায়ের করবে।

এ বিষয়ে শেখ নাজমুল হক ও মোস্তফা কামাল বাবলুর সাথে যোগাযোগ করা হলে তারা বজলুর অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনা প্রেক্ষিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, কলসহাটি গ্রামে নারী সংক্রান্ত একটি সালিশ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় বঙ্গবাজারে শেখ নাজমুল হকের উপস্থিতে ওই সালিশকে কেন্দ্র করে কলসহাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম মধুর সাথে একই গ্রামের দিদারুল হক বজলুর কথা কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দিদারুল হক বজলুকে রফিকুল ইসলাম মধু নিচে ফেলে দিলে বজলু তার হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে মধুর পেটে ও মুখে আঘাত করলে মধু রক্তাক্ত আহত হন। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং এ ঘটনায় মধু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে মধু স্থানীয় বিএনপির নেতা হওয়ায় তাকে আঘাত করে আহত করার প্রতিবাদে স্থানীয় বঙ্গবাজারে প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে মধুর লোকজন বজলুকে তার বসতঘর থেকে মারপিট করতে করতে ধরে নিয়ে যান তারা। পরে রফিকুল ইসলাম মধুর চাচা গোমেজ আলীর বাড়িতে নিয়ে গিয়ে বজলুকে দড়ি দিয়ে বেধে বেদড়ক মারপিট করে। এ সময় বজলুর বৃদ্ধ পিতা ইছব আলীও আহত হন।

এদিকে বজলুকে মারপিটের পর ওইদিন পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের ইউপি সদস্য হারেছ মিয়া স্থানীয় রোয়াইল বাজারে যাওয়ার পথে আহত বজলুকে পড়ে থাকতে দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বিষয়টি নিয়ে কথা হলে ইউপি সদস্য হারেছ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আহত দিদারুল হক বজলুর পিতা ইছব আলী বলেন, আমার ছেলেকে রফিকুল ইসলাম মধুসহ ১০-১২ জন লোক এসে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং মারধর করে ফেলে রাখে। আমার একটা মাত্র ছেলে। কেউ তাকে ফেরাতেও যায়নি। তার ডান হাত ও পায়ের একাধিক স্থানের হাড় ভেঙে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলসহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, এমন অন্যায় ও অমানবিক ঘটনা এর আগে আমরা আমাদের কলসহাটি গ্রামে কখনও দেখিনি। নিজের ঘর থেকে ধরে নিয়ে গিয়ে বর্বরভাবে মারপিট করার বিষয়টিকে আমরা নিন্দা জানাই।

বিএনপি নেতা রফিকুল ইসলাম মধু বলেন, বজলু বাড়িতে থেকে আমাদের বিরুদ্ধে বাজে কথা বার্তা বলতেছিল। তাই আমাদের লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে। তবে বজলুকে তিনি নিজে কোনো মারধর করেননি বলে জানান। এছাড়াও তিনি বলেন-বিষয়টি নিয়ে এলাকায় আপোষ মিমাংসা করার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ঘটনাটির আপোষ মীমাংসা করে শান্তি চাই।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু বলেন, বজলু যুবলীগ কর্মী। সে মাদকের সাথেও জড়িত। আমাদের দলের লোকজনকে সে প্রথমে মারধর করে। এ ঘটনায় আমরা প্রতিবাদ সমাবেশ করেছি এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখনও অভিযোগটি এফআইআর হয়নি। বিষয়টি সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু তারা কেউ আপস মীমাংসার জন্য যোগাযোগই করছে না। এছাড়া বজলুকে মারধর করার বিষয়টিও তিনি শুনেছেন বলে জানান।

বিষয়টি নিয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, আগের ঘটনায় থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা বলল মীমাংসা করবে তাই এফআইআর হয়নি। দ্বিতীয় ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর