কেন্দুয়ায় গ্রাম্য সালিশকে কেন্দ্র করে যুবককে অমানবিক নির্যাতন।


publisher প্রকাশের সময় : ১৩/০৯/২০২৪, ৮:৫৬ PM / ১০৪
কেন্দুয়ায় গ্রাম্য সালিশকে কেন্দ্র করে যুবককে অমানবিক নির্যাতন।

প্রকাশের সময় 13/09/2024

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নে নারী সংক্রান্ত একটি গ্রাম্য সালিশকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরে বজলু নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নের কলসহাটি গ্রামের ইছব আলীর ছেলে দিদারুল হক বজলু (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন বজলুর সাথে মুঠোফোনে কথা হলে-তিনি জানান একই গ্রামের শেখ নাজমুল হক ও মোস্তফা কামাল বাবলুর নির্দেশে মধুর নেতৃত্বে তার ওপর এ নির্যাতন করা হয়েছে। তার ওপর অমানবিক নির্যাতন করে হাত ও পা ভেংগে দেওয়ায় চিকিৎসা শেষে থানায় এসে সে লিখিত অভিযোগ দায়ের করবে।

এ বিষয়ে শেখ নাজমুল হক ও মোস্তফা কামাল বাবলুর সাথে যোগাযোগ করা হলে তারা বজলুর অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনা প্রেক্ষিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, কলসহাটি গ্রামে নারী সংক্রান্ত একটি সালিশ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় বঙ্গবাজারে শেখ নাজমুল হকের উপস্থিতে ওই সালিশকে কেন্দ্র করে কলসহাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম মধুর সাথে একই গ্রামের দিদারুল হক বজলুর কথা কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দিদারুল হক বজলুকে রফিকুল ইসলাম মধু নিচে ফেলে দিলে বজলু তার হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে মধুর পেটে ও মুখে আঘাত করলে মধু রক্তাক্ত আহত হন। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং এ ঘটনায় মধু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে মধু স্থানীয় বিএনপির নেতা হওয়ায় তাকে আঘাত করে আহত করার প্রতিবাদে স্থানীয় বঙ্গবাজারে প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে মধুর লোকজন বজলুকে তার বসতঘর থেকে মারপিট করতে করতে ধরে নিয়ে যান তারা। পরে রফিকুল ইসলাম মধুর চাচা গোমেজ আলীর বাড়িতে নিয়ে গিয়ে বজলুকে দড়ি দিয়ে বেধে বেদড়ক মারপিট করে। এ সময় বজলুর বৃদ্ধ পিতা ইছব আলীও আহত হন।

এদিকে বজলুকে মারপিটের পর ওইদিন পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের ইউপি সদস্য হারেছ মিয়া স্থানীয় রোয়াইল বাজারে যাওয়ার পথে আহত বজলুকে পড়ে থাকতে দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বিষয়টি নিয়ে কথা হলে ইউপি সদস্য হারেছ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আহত দিদারুল হক বজলুর পিতা ইছব আলী বলেন, আমার ছেলেকে রফিকুল ইসলাম মধুসহ ১০-১২ জন লোক এসে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং মারধর করে ফেলে রাখে। আমার একটা মাত্র ছেলে। কেউ তাকে ফেরাতেও যায়নি। তার ডান হাত ও পায়ের একাধিক স্থানের হাড় ভেঙে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলসহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, এমন অন্যায় ও অমানবিক ঘটনা এর আগে আমরা আমাদের কলসহাটি গ্রামে কখনও দেখিনি। নিজের ঘর থেকে ধরে নিয়ে গিয়ে বর্বরভাবে মারপিট করার বিষয়টিকে আমরা নিন্দা জানাই।

বিএনপি নেতা রফিকুল ইসলাম মধু বলেন, বজলু বাড়িতে থেকে আমাদের বিরুদ্ধে বাজে কথা বার্তা বলতেছিল। তাই আমাদের লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে। তবে বজলুকে তিনি নিজে কোনো মারধর করেননি বলে জানান। এছাড়াও তিনি বলেন-বিষয়টি নিয়ে এলাকায় আপোষ মিমাংসা করার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ঘটনাটির আপোষ মীমাংসা করে শান্তি চাই।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু বলেন, বজলু যুবলীগ কর্মী। সে মাদকের সাথেও জড়িত। আমাদের দলের লোকজনকে সে প্রথমে মারধর করে। এ ঘটনায় আমরা প্রতিবাদ সমাবেশ করেছি এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখনও অভিযোগটি এফআইআর হয়নি। বিষয়টি সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু তারা কেউ আপস মীমাংসার জন্য যোগাযোগই করছে না। এছাড়া বজলুকে মারধর করার বিষয়টিও তিনি শুনেছেন বলে জানান।

বিষয়টি নিয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, আগের ঘটনায় থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা বলল মীমাংসা করবে তাই এফআইআর হয়নি। দ্বিতীয় ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত