তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম


publisher প্রকাশের সময় : ০৫/০২/২০২৫, ১০:১৩ PM / Views
তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম

প্রকাশের সময় 05/02/2025

 

(নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া)

 

দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব। এ উৎসব উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তিন তিনব্যাপী বইমেলা। মেলায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে বসেছিল স্টল। এসব স্টলে শোভা পাচ্ছিল গল্প, উপন্যাসসহ শিশু-কিশোর উপযোগী নানা প্রকার বই। জমজমাট এ বইমেলার আয়োজনে তরুণরা উদ্বুদ্ধ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

তারা জানান, পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। এখানেই অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রশাসনের আয়োজনে তিনব্যাপী বইমেলা। গত সোমবার সকালে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং বুধবার বিকেলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির তা সমাপ্তি ঘটান। মেলাকে কেন্দ্র করে স্থানটি যেন হয়ে উঠেছিল দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর। বিশেষ করে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ বইমেলাকে সবচেয়ে বেশি প্রাণবন্ত করে তুলেছিল। মেলায় এসেছিল শিশু, কিশোর, বৃদ্ধসহ সর্বস্তরের লোকজন। তারা মেলায় থাকা প্রতিটি স্টল ঘুরে বই দেখছে এবং পছন্দের বইগুলো ক্রয় করেছে। সৃজনশীল এমন বইমেলার আয়োজনে শিক্ষার্থী ও তরুণরা খুবই উদ্বুদ্ধ জানায়।

 

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতি বছর এমন বইমেলার আয়োজনের দাবি জানান স্থানীয় সচেতন লোকজন।

 

পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া বলেন, বর্তমান তরুণ প্রজন্ম দিনদিনই বইবিমুখ হয়ে পড়ছে। ফলে তারা নানা রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাই তরুণ প্রজন্মকে আলোর পথে আনতে এবং পাঠ অভ্যাসে আগ্রহী করে তুলতে বই ও বইমেলার কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় শিক্ষকরা।

 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে প্রথমবারের মতো বইমেলাটি আয়োজন করে ব্যাপক সারা পেয়েছি এবং যে উদ্দেশ্যে বইমেলার আয়োজন- তা অনেকটাই সফল হয়েছে।

ব্রেকিং নিউজ
#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার