Dhaka ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫ Time View

প্রকাশের সময় 05/02/2025

 

(নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া)

 

দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব। এ উৎসব উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তিন তিনব্যাপী বইমেলা। মেলায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে বসেছিল স্টল। এসব স্টলে শোভা পাচ্ছিল গল্প, উপন্যাসসহ শিশু-কিশোর উপযোগী নানা প্রকার বই। জমজমাট এ বইমেলার আয়োজনে তরুণরা উদ্বুদ্ধ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

তারা জানান, পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। এখানেই অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রশাসনের আয়োজনে তিনব্যাপী বইমেলা। গত সোমবার সকালে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং বুধবার বিকেলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির তা সমাপ্তি ঘটান। মেলাকে কেন্দ্র করে স্থানটি যেন হয়ে উঠেছিল দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর। বিশেষ করে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ বইমেলাকে সবচেয়ে বেশি প্রাণবন্ত করে তুলেছিল। মেলায় এসেছিল শিশু, কিশোর, বৃদ্ধসহ সর্বস্তরের লোকজন। তারা মেলায় থাকা প্রতিটি স্টল ঘুরে বই দেখছে এবং পছন্দের বইগুলো ক্রয় করেছে। সৃজনশীল এমন বইমেলার আয়োজনে শিক্ষার্থী ও তরুণরা খুবই উদ্বুদ্ধ জানায়।

 

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতি বছর এমন বইমেলার আয়োজনের দাবি জানান স্থানীয় সচেতন লোকজন।

 

পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া বলেন, বর্তমান তরুণ প্রজন্ম দিনদিনই বইবিমুখ হয়ে পড়ছে। ফলে তারা নানা রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাই তরুণ প্রজন্মকে আলোর পথে আনতে এবং পাঠ অভ্যাসে আগ্রহী করে তুলতে বই ও বইমেলার কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় শিক্ষকরা।

 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে প্রথমবারের মতো বইমেলাটি আয়োজন করে ব্যাপক সারা পেয়েছি এবং যে উদ্দেশ্যে বইমেলার আয়োজন- তা অনেকটাই সফল হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

মদনে ১২ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে থানায় মামলা।

তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম

Update Time : ১০:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

প্রকাশের সময় 05/02/2025

 

(নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া)

 

দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব। এ উৎসব উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তিন তিনব্যাপী বইমেলা। মেলায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে বসেছিল স্টল। এসব স্টলে শোভা পাচ্ছিল গল্প, উপন্যাসসহ শিশু-কিশোর উপযোগী নানা প্রকার বই। জমজমাট এ বইমেলার আয়োজনে তরুণরা উদ্বুদ্ধ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

তারা জানান, পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। এখানেই অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রশাসনের আয়োজনে তিনব্যাপী বইমেলা। গত সোমবার সকালে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং বুধবার বিকেলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির তা সমাপ্তি ঘটান। মেলাকে কেন্দ্র করে স্থানটি যেন হয়ে উঠেছিল দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর। বিশেষ করে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ বইমেলাকে সবচেয়ে বেশি প্রাণবন্ত করে তুলেছিল। মেলায় এসেছিল শিশু, কিশোর, বৃদ্ধসহ সর্বস্তরের লোকজন। তারা মেলায় থাকা প্রতিটি স্টল ঘুরে বই দেখছে এবং পছন্দের বইগুলো ক্রয় করেছে। সৃজনশীল এমন বইমেলার আয়োজনে শিক্ষার্থী ও তরুণরা খুবই উদ্বুদ্ধ জানায়।

 

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতি বছর এমন বইমেলার আয়োজনের দাবি জানান স্থানীয় সচেতন লোকজন।

 

পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া বলেন, বর্তমান তরুণ প্রজন্ম দিনদিনই বইবিমুখ হয়ে পড়ছে। ফলে তারা নানা রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাই তরুণ প্রজন্মকে আলোর পথে আনতে এবং পাঠ অভ্যাসে আগ্রহী করে তুলতে বই ও বইমেলার কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় শিক্ষকরা।

 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে প্রথমবারের মতো বইমেলাটি আয়োজন করে ব্যাপক সারা পেয়েছি এবং যে উদ্দেশ্যে বইমেলার আয়োজন- তা অনেকটাই সফল হয়েছে।