নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত


publisher প্রকাশের সময় : ০৪/০২/২০২৫, ৯:৫৬ PM / Views
নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত

প্রকাশের সময় 04/02/2025

 

(নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া)

 

নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের মামুনুল কবীর খান নামে এক ব্যক্তির বাসার সিলিংয়ের ওপর থেকে বিলুপ্ত প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই বাসা থেকে ৩ ফুট দৈর্ঘ্যের এবং প্রায় ৪ কেজি ওজনের এ প্রাণিটি উদ্ধার করা হয়।

 

পরে বাসার মালিক স্থানীয় বনবিভাগের লোকজনকে সংবাদ দিলে তারা এটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বনে অবমুক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মামুনুল কবীর খানের বাসার সিলিংয়ের ওপর গন্ধগোকুলটির চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে বাসায় থাকা শিশুরা ভয় পায়। পরে মামুনুল কবীর খান স্থানীয় লোকজনের সহায়তায় সিলিংয়ের ওপর থেকে গন্ধগোকুলটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় বনবিভাগের লোকজনকে খবর দিলে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাদিউল ইসলাম ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে এলে তাদের কাছে প্রাণিটি হস্তান্তর করা হয়। পরে তারা স্থানীয়ভাবে প্রাণিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করেন।

 

মামুনুল কবীর খান বলেন, বাসার সিলিংয়ের ওপর গত রাতে হঠাৎ প্রাণিটির শব্দ শুনতে পাই। পরে মঙ্গলবার দুপুরেও একই শব্দ শুনে আমার ছেলেরা প্রাণিটি দেখে ভয় পেয়ে যায়। তারপর স্থানীয় লোকজনের সহযোগিতায় এটিকে দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করি। এতে প্রাণিটি কিছুটা আহত হয়। পরে এটিকে বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করি।

 

উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাদিউল ইসলাম বলেন, এক সময় ব্যাপক বিচরণ থাকলেও বর্তমানে বিলুপ্তির পথে। আমরা বিলুপ্ত প্রায় এই প্রাণিটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

 

এ বিষয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা (বিসিএসএসসি) নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটের কারণে বিলুপ্ত প্রায় এসব প্রাণি। তাই আমাদেরকে বন ও বন্যপ্রাণি রক্ষায় আরো সচেতন হওয়াটা জরুরি।

ব্রেকিং নিউজ
#বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন#নেত্রকোণায় অপেন হাউজ ডে পালিত#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা