নেত্রকোনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


publisher প্রকাশের সময় : ২২/০৯/২০২৪, ১১:৪৬ PM / ৬৯
নেত্রকোনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় 22/09/2024

 

‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’, এই স্লোগানকে  সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা পিটিআই এর বিটিপিটি প্রশিক্ষনার্থীবৃন্দ জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচী চলাকালে এক দফা দ্রæত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন খালিয়াজুরি উপজেলার ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাকিয়া আক্তার, কেন্দুয়া উপজেলার কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত নুর শিলা, আটপাড়া উপজেলার পাইকদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম, খালিয়াজুরি উপজেলার পাঁচহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী জাবেদ, পূর্বধলা উপজেলার হলুদাটি-কাকুড়কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা ও খালিয়াজুরি উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল হক সহ অনান্য প্রশিক্ষণার্থী শিক্ষক ও শিক্ষিকারা।

 

ব্রেকিং নিউজ
#বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন#নেত্রকোণায় অপেন হাউজ ডে পালিত#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা