নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও


publisher প্রকাশের সময় : ১৩/০১/২০২৫, ১২:৩৭ PM / ২৪
নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও

প্রকাশের সময় 13/01/2025

 

নেত্রকোনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত সরকারি সড়ক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। গত বৃহস্পতিবার তিনি এই সড়ক পরিদর্শনকালে এলাকাবাসী তাকে স্বাগত জানিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামে সড়কে অভাবে গ্রামবাসীদের চলাচলে বিঘ¥ সৃষ্টি হয়। যাতায়াতের সুবিধার্থে সম্প্রতি গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সরকারি হালট দিয়ে মাটি কটে সড়ক নির্মাণ করেন।

মহেন্দ্রপুর গ্রামের আবদুস ছালামসহ আরো অনেকে জানান, নেত্রকোনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামে সড়কের অভাবে গ্রামবাসীর চলাচলে অসুবিধে হত। চলাচলের সুবিধার্থে গ্রামের লোকজন সরকারি জায়গা দিয়ে মাটি কেটে সড়ক নির্মাণ করেন। আগে সড়ক না থাকায় আমাদের চলাচলে অসুবিধে হত। আমরা নিজেরা কাজ করে মাটি কেটে সরকারি জায়গা দিয়ে রাস্তা তৈরী করেছি। এতে আমাদের সকলের অনেক উপকার হয়েছে। ইউএনওকে জানালে তিনি নিজেই এসে পরিদর্শন করেছেন।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক বলেন, গ্রামবাসী নিজেদের চলাচলের সুবিধার্থে সরকারি জায়গা দিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করেছে। এতে এলাকার সাধারণ জনগনের খুবই উপকারে আসবে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

ব্রেকিং নিউজ
#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার