সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
#একজন পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটর পপি#নেত্রকোণায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম শুরু#পঞ্চম বাংলাদেশির এভারেস্ট জয়#পূর্বধলায় নির্বাচনী অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ, আহত-২, গাড়িসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক-৩#কারওয়ান বাজারের কাঁচা বাজারে আগুন#ব্যাংকের শাখায় শাখায় ঘুরেও মিলছেনা টাকা#নেত্রকোনায় ধানের ন্যায্যমূল্য না পাওযায় কৃষকদের মাঝে হতাশা#নেত্রকোনায় দলিল লেখকদের স্থায়ী জায়গার দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন#মদনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২ নেতা বহিষ্কার#মূল্যস্ফীতিতে কষ্টে আছে গ্রামের সাধারণ মানুষ#নেত্রকোনায় দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন#নেত্রকোণায় ৬ষ্ট বারের মতো শ্রেষ্ঠ ওসি আবুল কালাম#‘আমি কি এখানে থেকে মরবো ? না চলে আসবো? মায়ের সাথে এটাই ছিল ইতি’র শেষ কথা#আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত#পূর্বধলার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে র‌্যাবের হাতে গ্রেফতার#নেত্রকোনায় বোরো ধানের বাম্পার ফলন#নেত্রকোনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন#মদনে দু’পক্ষের সংঘর্ষে আহত ১#গৌরীপুরে ১৫শ টাকা মন ধান ও ঢলতাপ্রথা বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন#প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

গান লিখেন নিজের মত করে নেত্রকোনার সোমেশ্বরী অলি

প্রতিবেদক এর নাম / ১১৩ বার পড়া হয়েছে
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রকাশের সময় 22/03/2024

কবিতা লিখতে লিখতে একসময় গানের জগতে যাত্রা সোমেশ্বরী নদীপারের ছেলে সোমেশ্বর অলির। নেত্রকোনার দুর্গাপুরের এই তরুণের গান লেখার ঘটনা শুরুর দিকে শখের বশে হলেও এখন পেশাদার। যাত্রা শুরুর দিকে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান লিখে নিজেকেও গানের আকাশে মেলে ধরেন তিনি। দেড় দশকের মাথায় ‘প্রিয়তমা’ ছবিতে ‘ঈশ্বর’ গানটি লিখে নিজেকে নিজেই ছাড়িয়ে গেলেন অলি। সম্প্রতি চরকির ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ প্রকাশিত হয়েছে গায়েহলুদ অনুষ্ঠান ঘিরে ভিন্নধর্মী গান ‘সিলেটি দামান’। ভিন্ন ধাঁচের এই গানটিও শ্রোতারা পছন্দ করেছেন।
‘প্রিয়তমা’ ছবিতে অলির লেখা ‘ঈশ্বর’ গানের সুর করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দেন রিয়াদ। ১৩ বছর ধরে গান করলেও এই গানই তাঁকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে। সিনেমার পর্দায় গানটিতে একেবারেই ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাকিব খান। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো প্রিন্স মাহমুদ আর সোমেশ্বর অলির একসঙ্গে কাজ হয়েছে।
অলি নিজের মতো থাকতে ভালোবাসেন। লেখালেখি করেন মনের আনন্দে। চুপচাপ থাকতে পছন্দ করেন। তবে কথা বলে তাঁর কলম। প্রচারের আলোয় তাঁকে সেভাবে দেখা না গেলেও তাঁর লেখা গান শ্রোতাদের মুখে মুখে ফেরে। কয়েক বছরের চিত্রটাই যেন এমন। এক যুগে তাঁর লেখা ‘ঘুড়ি’, ‘রূপকথার জগতে’, ‘বুকের বাঁ পাশে’, ‘তাই তোমার খেয়াল’, ‘আমার আকাশ পুরোটাই’, ‘খরচাপাতির গান’, ‘শূন্য থেকে আসে প্রেম’, ‘মায়া’, ‘একটাই তুমি’, ‘আসো মামা হে’–এর মতো অনেক গান শ্রোতৃপ্রিয় হয়েছে।

অলি বলেন, ‘শুরুর দিকে “ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো” গানের সাফল্যই আমাকে এত দূর নিয়ে এসেছে। আমি নিভৃতচারী কি না জানি না। তবে কাজ দিয়েই নিজেকে সব সময় প্রমাণ করতে চেয়েছি। পর্দার পেছনের মানুষ হিসেবে কখনো সামনে এসে মুখ দেখাতে হবে, কথা বলতে হবে, চেহারা চেনাতে হবে—এমন প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। তবে পরিচিতি কে না চায়! সেই পরিচিতি তৈরিতে আমি কিছুটা হলেও পরিমিতিবোধ বজায় রাখতে চাই।’
দেড় দশক আগে ‘রঙিন দালান’ লিখে নিজের জাত চিনিয়েছিলেন সোমেশ্বর অলি। গানটিতে কণ্ঠ দেন এস আই টুটুল। এরপর আরও কয়েকটি গান লিখেন। ২০১১ সালে গায়ক লুৎফর হাসান প্রকাশ করলেন নিজের গাওয়া প্রথম অ্যালবাম ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’। অলির লেখা টাইটেল গান ‘ঘুড়ি’ সুপারহিট। এরপর ব্যস্ততা যেভাবে বাড়ার কথা, সেভাবে বাড়তে দেননি। লিখেছেন নিজের পছন্দে। চরকির ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অলির লেখা ‘রূপকথার জগতে’ দারুণ শ্রোতৃপ্রিয়তা পায়।

গানের জনপ্রিয়তা পরের কাজে কোনো চাপ ফেলে কি না? ‘কোনো চাপ অনুভব করি না। তবে উপভোগ করি। “ঈশ্বর” প্রকাশের পর তো নতুন চুক্তিবদ্ধ ছবিগুলোর অধিকাংশতেই জটিল মুহূর্তের গান লেখার প্রস্তাব বেশি আসছে। ঘটনার প্রেক্ষাপটে আমি নিজের লেখাটাই লিখছি, ছাড় দিচ্ছি না। বলা যায়, চ্যালেঞ্জিং পরিস্থিতি সামাল দিচ্ছি।’ বললেন অলি।
গত দুই মাসে বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে ১৫টি চলচ্চিত্রে গান লেখার প্রস্তাব পেয়েছেন অলি। আপাতত এসবে নিজেকে ব্যস্ত রাখছেন তিনি। ১৭ বছরের কবিতা ও গানের ক্যারিয়ার। কম নয়। সোমেশ্বরী থেকে অলির ‘ঈশ্বর’যাত্রায় সঙ্গী একটি কবিতার বই আর দুই শতাধিক গান।

গত দুই মাসে বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে ১৫টি চলচ্চিত্রে গান লেখার প্রস্তাব পেয়েছেন অলি। আপাতত এসবে নিজেকে ব্যস্ত রাখছেন তিনি। ১৭ বছরের কবিতা ও গানের ক্যারিয়ার। কম নয়। সোমেশ্বরী থেকে অলির ‘ঈশ্বর’যাত্রায় সঙ্গী একটি কবিতার বই আর দুই শতাধিক গান।সূত্র: প্রথম আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর