প্রকাশের সময় 28/04/2024
নেত্রকোণায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নামধারী আওয়ামী লীগ নেতার মিথ্যাচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃরফিকুজ্জামান খোকন।
রবিবার ২৮ এপ্রিল ২০২৪ কলমাকান্দা বাজার ধান মহাল রোডে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে রফিকুজ্জামান খোকন অভিযোগ করে বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা এবং আমাদের সংসদ সদস্য জনাব মোস্তাক আহম্মেদ রুহী ভাইয়ের নির্দেশ উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ উন্মুক্ত এবং দলীয় প্রভাব মুক্ত, প্রার্থীরা দলীয় পরিচয় বহন করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবে না, কিন্তু কলমাকান্দায় একটি কুচক্রী মহল দোয়াত- কলম কে সংসদ সদস্য মোস্তাক আহম্মেদ রুহী ভাইয়ের মনোনীত প্রার্থী হিসেবে প্রচার করছে আওয়ামী লীগের মনোনীত মার্কা বলে প্রচার করছে এতে উপজেলা নির্বাচন প্রভাবিত হতে পারে। আমি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের মাধ্যমে এ অনিয়মের বিষয়ে জনগণকে অবহিত করতে চাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার প্রার্থনা করছি।
উল্যেখ্য যে রফিকুজ্জামান খোকন দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি দায়িত্ব পালন করেছেন রংছাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক, এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রফিকুজ্জামান খোকন ৬ষ্ঠ কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে কৈ মাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।