
কেন্দুুয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযানে আটক-৮, নদীতে ঝাঁপ দিয়ে এক জুয়ারী নিখোঁজ
অভিযান চালিয়ে ৯ জুয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের হাত থেকে বাচঁতে নদীতে ঝাঁপ দিয়ে এক জুয়ারী নিখোঁজ রয়েছে বলে স্বজনদের অভিযোগ। অভিযান চলাকালে কোন জুয়ারী নিখোঁজ হয়েছে, স্বজনদের এ দাবী অস্বীকার করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউপির তাম্বূলিপাড়া এলাকার কৈজানি নদীতে। নিখোঁজ হালিম মিয়া কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামের…