
মদনে ভেকু ব্যবসায়ী ফসলি জমির মাটি কেটে করছে বিক্রি, রাস্তা হুমকির মুখে
নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানী গ্রামের সামনে হাওরের গুড়াট ও সরকারি পানির ডিপ মেশিনের কালবাট ভেঙ্গেচুরে বেহাল দশা করেছে জাকারুল নামের সুবিধাবাদী ভেকু ব্যবসায়ী ভূমি খাদক চক্রের একজন। ২৫ মার্চ রোজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায, কেশজানি বটগাছের পাশে বয়ে যাওয়া গুড়াটে মাথায় ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে লরিট্রাকে করে মাটি নিয়ে বিক্রি…