
মদনে নিহত শিশু সংঘর্ষেনয় রহস্যজনক মিত্যু বলে দাবি এলাকাবাসী ও জনপ্রতিনিধি
নেত্রকোনা মদনে গত ১৫ মার্চ রোজ শুক্রবার যাত্রাখালী খালের মাছ ধরা ঘটনা কে কেন্দ্র করে শিশু সজীব(১১) নিহতের ঘটনায় রহস্যজনক ও পরিকল্পিত হত্যা বলে এলাকাবাসী ও জনপ্রতিনিধি জানায়। ১৬ মার্চ রোজ শনিবার সরজমিনে গেলে উপজেলা ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্য বকুল মিয়া জানান দু’পক্ষের সংঘর্ষে শিশু সজীব নিহত হয়নি। শিশু সজীবকে পরিকল্পিতভাবে কাদের মুন্সির তার ভাই…