
মদনে ধান কাটাকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
নেত্রকোনার মদন মাঘান মান্দা উড়া গ্রামের তলার হাওরে বিকাশ চন্দ্র সরকারের লাগানো ২ একর বোরো ধানের জমি জোরপূর্বক কেটে নিয়ে যাওয়া কে কেন্দ্র করে দু,পক্ষের মাঝে হাতাহাতি ঘটনায় পাল্টাপাল্টি থানায় মামলা। এ ঘটনায় জমির মালিক গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা তিয়শ্রী ইউনিয়নের ধরিবিন্নি গ্রামের ছয়জনকে আসামি করে পাল্টাপাল্টি থানায় মামলা দায়ের করেছেন কাতলা গ্রামের আবুল…