
গান লিখেন নিজের মত করে নেত্রকোনার সোমেশ্বরী অলি
কবিতা লিখতে লিখতে একসময় গানের জগতে যাত্রা সোমেশ্বরী নদীপারের ছেলে সোমেশ্বর অলির। নেত্রকোনার দুর্গাপুরের এই তরুণের গান লেখার ঘটনা শুরুর দিকে শখের বশে হলেও এখন পেশাদার। যাত্রা শুরুর দিকে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান লিখে নিজেকেও গানের আকাশে মেলে ধরেন তিনি। দেড় দশকের মাথায় ‘প্রিয়তমা’ ছবিতে ‘ঈশ্বর’ গানটি লিখে নিজেকে নিজেই ছাড়িয়ে গেলেন অলি।…