আটপাড়ায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় 26/04/2024

দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোর অন্তর্ভুক্তির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি জনকল্যাণমূখী উদ্যোগ সর্বজনীন পেনশন স্ক্রিম বাস্তবায়ন বিষয়ক অবহিত করণ সভা নেত্রকোনায় আটপাড়ার উপজেলা পরিষদ মাল্টি পারপাস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নীপা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, এছাড়াও সভায় উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এর আগে র‍্যালী অনুষ্ঠিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *