শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারা জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে ——মাওলানা আব্দুল হালিম জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) নেত্রকোনা জেলা কমিটি গঠিত আটপাড়ায় মারামারির মামলায় আঃ লীগ নেতা ইউপি মেম্বার গ্রেফতার নেত্রকোনায় খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক গ্রেফতার  নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন গ্রেপ্তার যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান মদনে কৃষি মেলার উদ্বোধন করেন ইউএনও মোঃ শাহ আলম মিয়া । চাকুরি নিয়মিত করণের দাবিতে নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ব্রেকিং নিউজ
#নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন#যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারা জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে ——মাওলানা আব্দুল হালিম#জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) নেত্রকোনা জেলা কমিটি গঠিত#আটপাড়ায় মারামারির মামলায় আঃ লীগ নেতা ইউপি মেম্বার গ্রেফতার#নেত্রকোনায় খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক গ্রেফতার #নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন গ্রেপ্তার#যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান#মদনে কৃষি মেলার উদ্বোধন করেন ইউএনও মোঃ শাহ আলম মিয়া ।#চাকুরি নিয়মিত করণের দাবিতে নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন#ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ#ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ#নেত্রকোনায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত#আসন্ন দুর্গা উৎসব সুষ্ঠভাবে উৎযাপনের লক্ষে নেত্রকোনা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত#নেত্রকোণার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত #স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর এর মুক্তির দাবিতে যুবদলের সমাবেশ।#ইসলাম ও মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত ছাত্র আন্দোলনের বিক্ষোভ#নেত্রকোনার পূর্বধলায় ইমামতির দ্বন্ধে চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা শাহ্জাহানকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার#গৌরীপুরে প্রতিমা ভাংচুর দুষ্কৃতকারী আটক #নেত্রকোণায় পরিবার পরিকল্পনা ডিডির বিরুদ্ধে অভিযোগ ঃ কর্মকর্তা কর্মচারীদের মিশ্র প্রতিক্রিয়া#নেত্রকোনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

‘আমি কি এখানে থেকে মরবো ? না চলে আসবো? মায়ের সাথে এটাই ছিল ইতি’র শেষ কথা

সুপক রঞ্জন উকিল / ১৯২ বার পড়া হয়েছে
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

প্রকাশের সময় 12/05/2024

‘আমি কি এখানে থেকে মরবো ? না চলে আসবো? 

মায়ের সাথে এটাই ছিল ইতি’র শেষ কথা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতিষা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুর রশিদের কন্যা ইতি।

বাবার অভিযোগ, মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন, ঘাড়ে ৩টি ইনজেকশনের সুইয়ের দাগ, হাতে ব্লেড দিয়ে কাটা ক্ষত চিহ্ন রয়েছে, বাম হাত ভাঙা, কানের একাংশে কালো দাগ রয়েছে। তাকে নির্মমভাবে আঘাতের পর হয়তো ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বা হত্যা করে ফাঁসিতে ঝুলিয়েছে। আমার মেয়ে মরতে পারে না।

তিনি আরও বলেন, মানুষের সেবা করার ব্রত নিয়ে নার্সিং সেবাকে বেঁছে নিয়েছিল। সকল বাধা অতিক্রমের মন মানসিকতাপূর্ণ ছিল তার। যে কারণে সে কখনো আত্মহত্যা করতে পারে না।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি শাহ জামান। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্বামী মো. শাকিরুল হক শুভকে (৩০) আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

শুভর বাবা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বালুয়াপাড়ার গোলাম মোহাম্মদ খান পাঠান (ডা. রায়হান) এ সাংবাদিকদের জানান, আমি প্রথম শুনেছি আমার পুত্রবধূ ইতি অসুস্থ। পরে জানলাম সে আত্মহত্যা করেছে। ঘরের দরজা ভেঙে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। ঘরে ভাত-মাছ-মাংস রান্না করা ছিল কেউ কিছু খায়নি। স্বামী-স্ত্রীর মধ্যে সম্ভবত বিরোধ চলছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ ডিসেম্বর শুভর সঙ্গে ইতির বিয়ে হয়। ইতি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি ও ২০১৮ সালে রাজবাড়ি নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করেস। বর্তমান সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

বিয়ের পর থেকে সাভারের তালতলা বেকারি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে ইতি টানা ৩ দিনের উিউটি শেষ করে বাসায় ফেরেন। সকাল ১০টার দিকে ইতি তার মা পারভীন আক্তারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তার মাকে জানান, আমি কী এখানে থেকে মরব; না চলে আসব? তখন তার মা ইতিকে জানান, তোদের কী হয়েছে? তখন কোনো কিছুই বলে নাই।

এরপর ওর বোনকে ফোন দিয়ে কারণ জানতে চাই, তখনো কিছু বলে নাই। এরপর হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনতে পাই, এই চিৎকারই, শেষ কথা, মেয়ের কণ্ঠের শেষ চিৎকার। এরপর থেকে মেয়ের ফোন বন্ধ, মেয়ের জামাই শুভর ফোনে একাধিক নাম্বার থেকে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করে নাই।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেয়াই ডা. রায়হান ফোন দিয়ে বলেছেন, মেয়ের কী অবস্থা একটু খোঁজ নেন, তখন আমরা বলেছি, মেয়ের ফোন বন্ধ, জামাইতো কল রিসিভ করে না। এরপর শুভর নাম্বারে কল দিলে কল রিসিভ করেছে, প্রথমে আমরা কেমন আছি এসব জিজ্ঞাস করে। তারপরে বলে ইতি আর নাই! সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিকল্পিতভাবে নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

এদিকে ইতির মৃত্যুতে শোক বইছে এলাকাজুড়ে। ছুটে এসেছে ইতির বান্ধবীরাও। কয়েকদিন আগে বিয়ের মেহেদি রাঙার সেই হাত, বিয়ের শাড়ি আর স্মৃতিময় ঘটনা বলে তারা কান্নায় ভেঙে পড়ছেন।

বান্ধবী তাসফিয়া জাহান উর্মি জানায়, ইতি অত্যন্ত শান্ত স্বভাবের একটা মেয়ে। সে স্কুলজীবনে আমাদেরকে পরামর্শ দিতো। সে মৃত্যুর পথ বেছে নেবে বিশ্বাসযোগ্য নয়। এই তো সেদিন রঙিন শাড়ি আর মেহেদি রাঙা হাতে বিদায় জানিয়ে গেলাম। এটাই যে শেষ বিদায়, তাতো বুঝি নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর