কেন্দুয়ায় উপজেলা নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় পুলিশী প্রহরায় এক গ্রামের ভোটাররা অন্যগ্রামের কেন্দ্রে ভোট দিয়েছে


publisher প্রকাশের সময় : ০৫/০৬/২০২৪, ৯:২৪ PM / ১৯৬
কেন্দুয়ায় উপজেলা নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় পুলিশী প্রহরায় এক গ্রামের ভোটাররা অন্যগ্রামের কেন্দ্রে ভোট দিয়েছে

প্রকাশের সময় 05/06/2024

উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়ায় প্রশাসনের সহযোগিতায় পুলিশী পাহারায় এক গ্রামের ভোটাররা অন্য গ্রামের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দুয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, ছিলিমপুর ও দুল্লী গ্রামের ভোটারদের ভোটকেন্দ্র হচ্ছে ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই গ্রামের দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছিলিমপুর গ্রামের চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তারের কর্মী সমর্থকরা ঘোষনা দেয়,
দুল্লী গ্রামের ভোটাররা এখানে এসে ভোট দিতে হলে প্রকাশ্যে সালমা আক্তারকে ভোট দিতে হবে অন্যতায় তাদেরকে ভোট কেন্দ্রে আসতে দেয়া হবে না। এ নিয়ে দুই গ্রমবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে দুল্লী গ্রামের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী বিষয়টি প্রশাসনকে অবহিত করলে প্রশাসনের সহযোগিতায় পুলিশী প্রহরায় দুল্লী গ্রামের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন।
দুল্লী গ্রামের বাসিন্দা ভোটার হক মিয়া বলেন, ‘সকালে ছিলিমপুর গ্রামের কিছু লোক আমাদের গ্রামের লোকজনকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়। আমরা বিষয়টি প্রশাসনকে জানাই। পরে ইউএনওসহ প্রশাসনের লোকজন আমাদের গ্রামে আসেন। তাঁরা গ্রামের ভোটারদের সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান। পরে আমরা শান্তিপূর্ণভাবে সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিই।’
কেন্দুয়া উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেন্দুয়া উপজেলায় ৯৬টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন।

ব্রেকিং নিউজ
#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা#নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক#নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার #কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।#শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলো গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম #নেত্রকোণায় ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু #ক্লীন ইমেজের নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা#আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক#নেত্রকোণায় নবাগত ইউএনওকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা#আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন#নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু#কেন্দুয়ার একজন মানবিক নেতা জসীম উদ্দীন আহম্মেদ খোকন।#নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও#নগর নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন#নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন  সৈয়দ জাহেদুল আলম সভাপতি  হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন সম্পাদক #গৌরীপুরে ইতিহাস বিখ্যাত “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩” ঘোষণা: পুরস্কৃত হলেন দেশের বিভিন্ন জেলার ৭ জন গুণী ব্যক্তি#শতাধিক শীতার্তদের মাঝে পৌর বিএনপি নেতা শামীম খান ও আ: সালামের কম্বল বিতরণ#নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন