কেন্দুয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত 


publisher প্রকাশের সময় : ২৬/০৫/২০২৪, ২:৩৮ PM / ২১৯
কেন্দুয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত 

প্রকাশের সময় 26/05/2024

নেত্রকোণার কেন্দুুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিঞ্চপুর গ্রামে। নিহত আব্দুল কাইয়ুম (৬৫) বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুল রহমান সাজু ও পুলিশ জানায়, বিঞ্চপুর গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে আব্দুল লতিফ গ্রুপের সাথে মাহাবুর রহমান ঝান্টু গ্রুপের বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টু’র গ্রুপের ছেলেরা। এক পর্যায়ে খেলার বল চলে যায় আব্দুল লতিফ গ্রুপের একজনের জমিতে। এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। সংঘর্ষে মাহাবুর রহমান ঝান্টু’র গ্রুপের আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আব্দুল কাইয়ুমের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮ টার দিকে আবুল কাইয়ুম মারা যান।

এ ব্যাপারে কেন্দুুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পিপিএম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

ব্রেকিং নিউজ
#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন