গান লিখেন নিজের মত করে নেত্রকোনার সোমেশ্বরী অলি


publisher প্রকাশের সময় : ২২/০৩/২০২৪, ৬:০৫ PM / ২৫৯
গান লিখেন নিজের মত করে নেত্রকোনার সোমেশ্বরী অলি

প্রকাশের সময় 22/03/2024

কবিতা লিখতে লিখতে একসময় গানের জগতে যাত্রা সোমেশ্বরী নদীপারের ছেলে সোমেশ্বর অলির। নেত্রকোনার দুর্গাপুরের এই তরুণের গান লেখার ঘটনা শুরুর দিকে শখের বশে হলেও এখন পেশাদার। যাত্রা শুরুর দিকে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান লিখে নিজেকেও গানের আকাশে মেলে ধরেন তিনি। দেড় দশকের মাথায় ‘প্রিয়তমা’ ছবিতে ‘ঈশ্বর’ গানটি লিখে নিজেকে নিজেই ছাড়িয়ে গেলেন অলি। সম্প্রতি চরকির ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ প্রকাশিত হয়েছে গায়েহলুদ অনুষ্ঠান ঘিরে ভিন্নধর্মী গান ‘সিলেটি দামান’। ভিন্ন ধাঁচের এই গানটিও শ্রোতারা পছন্দ করেছেন।
‘প্রিয়তমা’ ছবিতে অলির লেখা ‘ঈশ্বর’ গানের সুর করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দেন রিয়াদ। ১৩ বছর ধরে গান করলেও এই গানই তাঁকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে। সিনেমার পর্দায় গানটিতে একেবারেই ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাকিব খান। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো প্রিন্স মাহমুদ আর সোমেশ্বর অলির একসঙ্গে কাজ হয়েছে।
অলি নিজের মতো থাকতে ভালোবাসেন। লেখালেখি করেন মনের আনন্দে। চুপচাপ থাকতে পছন্দ করেন। তবে কথা বলে তাঁর কলম। প্রচারের আলোয় তাঁকে সেভাবে দেখা না গেলেও তাঁর লেখা গান শ্রোতাদের মুখে মুখে ফেরে। কয়েক বছরের চিত্রটাই যেন এমন। এক যুগে তাঁর লেখা ‘ঘুড়ি’, ‘রূপকথার জগতে’, ‘বুকের বাঁ পাশে’, ‘তাই তোমার খেয়াল’, ‘আমার আকাশ পুরোটাই’, ‘খরচাপাতির গান’, ‘শূন্য থেকে আসে প্রেম’, ‘মায়া’, ‘একটাই তুমি’, ‘আসো মামা হে’–এর মতো অনেক গান শ্রোতৃপ্রিয় হয়েছে।

অলি বলেন, ‘শুরুর দিকে “ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো” গানের সাফল্যই আমাকে এত দূর নিয়ে এসেছে। আমি নিভৃতচারী কি না জানি না। তবে কাজ দিয়েই নিজেকে সব সময় প্রমাণ করতে চেয়েছি। পর্দার পেছনের মানুষ হিসেবে কখনো সামনে এসে মুখ দেখাতে হবে, কথা বলতে হবে, চেহারা চেনাতে হবে—এমন প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। তবে পরিচিতি কে না চায়! সেই পরিচিতি তৈরিতে আমি কিছুটা হলেও পরিমিতিবোধ বজায় রাখতে চাই।’
দেড় দশক আগে ‘রঙিন দালান’ লিখে নিজের জাত চিনিয়েছিলেন সোমেশ্বর অলি। গানটিতে কণ্ঠ দেন এস আই টুটুল। এরপর আরও কয়েকটি গান লিখেন। ২০১১ সালে গায়ক লুৎফর হাসান প্রকাশ করলেন নিজের গাওয়া প্রথম অ্যালবাম ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’। অলির লেখা টাইটেল গান ‘ঘুড়ি’ সুপারহিট। এরপর ব্যস্ততা যেভাবে বাড়ার কথা, সেভাবে বাড়তে দেননি। লিখেছেন নিজের পছন্দে। চরকির ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অলির লেখা ‘রূপকথার জগতে’ দারুণ শ্রোতৃপ্রিয়তা পায়।

গানের জনপ্রিয়তা পরের কাজে কোনো চাপ ফেলে কি না? ‘কোনো চাপ অনুভব করি না। তবে উপভোগ করি। “ঈশ্বর” প্রকাশের পর তো নতুন চুক্তিবদ্ধ ছবিগুলোর অধিকাংশতেই জটিল মুহূর্তের গান লেখার প্রস্তাব বেশি আসছে। ঘটনার প্রেক্ষাপটে আমি নিজের লেখাটাই লিখছি, ছাড় দিচ্ছি না। বলা যায়, চ্যালেঞ্জিং পরিস্থিতি সামাল দিচ্ছি।’ বললেন অলি।
গত দুই মাসে বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে ১৫টি চলচ্চিত্রে গান লেখার প্রস্তাব পেয়েছেন অলি। আপাতত এসবে নিজেকে ব্যস্ত রাখছেন তিনি। ১৭ বছরের কবিতা ও গানের ক্যারিয়ার। কম নয়। সোমেশ্বরী থেকে অলির ‘ঈশ্বর’যাত্রায় সঙ্গী একটি কবিতার বই আর দুই শতাধিক গান।

গত দুই মাসে বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে ১৫টি চলচ্চিত্রে গান লেখার প্রস্তাব পেয়েছেন অলি। আপাতত এসবে নিজেকে ব্যস্ত রাখছেন তিনি। ১৭ বছরের কবিতা ও গানের ক্যারিয়ার। কম নয়। সোমেশ্বরী থেকে অলির ‘ঈশ্বর’যাত্রায় সঙ্গী একটি কবিতার বই আর দুই শতাধিক গান।সূত্র: প্রথম আলো।

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত