প্রকাশের সময় 24/09/2023
আইরিন আলিফ,নেত্রকোনা
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক আগস্ট মাসে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, জেলা পুলিশের উদ্যোগে রোববার শহরের কুড়পার পুলিশ লাইন্সে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আগস্ট মাসে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নতিকল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করা হয়। সভাশেষে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার প্রদান করেন।
আপনার মতামত লিখুন :