নেত্রকোনায় ইউপি উপ-নির্বাচনের ফলাফল ঘোষিত


publisher প্রকাশের সময় : ১০/০৩/২০২৪, ১২:৩১ AM / ১৯৭
নেত্রকোনায় ইউপি উপ-নির্বাচনের ফলাফল ঘোষিত

প্রকাশের সময় 10/03/2024

নেত্রকোনা ইউপি উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। উপ-নির্বাচনের দুটি ইউনিয়ন পরিষদের রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদে একটিতে শফিকুল ইসলাম বাতেন এবং সিংহের বাংলা ইউনিয়নে হাজী মোফাক্কারুল হুসেন মিলন বিজয়ী হয়েছেন।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোছাঃ হোসনে আরা সদর উপজেলা নির্বাচন অফিসের নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচনের ফলাফল গণনা শেষে সাংবাদিকদের জানান, নেত্রকোনার দুটি ইউনিয়ন সিংহের বাংলা ও রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মৃত্যু জনিত কারণে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সিংহের বাংলা ইউনিয়নে ৬ জন ও রৌহা ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২ জন মহিলা প্রার্থী ছিলেন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সিংহের বাংলা ইউনিয়নে ২০০৯১ জন ভোটারের মধ্যে ১২৫৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬৫ টি ভোট বাতিল হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা হাজী মোফাক্কারুল হুসেন মিলন টেবিল ফ্যান প্রতীক নিয়ে ৩৯৭০ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রয়াত চেয়ারম্যান আলী আহসান সুমনের স্ত্রী আসমা সুলতানা ইতি ঘোড়া প্রতীক নিয়ে ৩৩৪৪ ভোট পান। অন্য চার স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হারেছ চশমা প্রতীক নিয়ে ২৩০১ ভোট, শ্রমিক নেতা আরিফ খান অটোরিক্সা প্রতীক নিয়ে ২৪৭১ ভোট, জাতীয় পার্টির নেতা হাবিবুল মোস্তফা সবুজ মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩২৩ ভোট ও আওয়ামীলীগ নেতা মোঃ খায়রুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১২৫ ভোট পেয়েছেন।

অপরদিকে রৌহা ইউনিয়নে ২০৯৭২ জন ভোটারের মধ্যে ১১৮৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮৪টি ভোট বাতিল হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন ঘোড়া প্রতীক নিয়ে ৪৯৮১ ভোট পেয়ে বেসরকারী বাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মোঃ আব্দুল হাই আনারস প্রতীক নিয়ে ২৯৩১ ভোট পান। অন্য দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ মুখলেছুর রহমান মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৫০৮ ভোট ও ফরিদা ইয়াসমিন চশমা প্রতীক নিয়ে ১৩৬৫ ভোট পেয়েছেন।

ব্রেকিং নিউজ
#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা#নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক#নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার #কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।#শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলো গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম #নেত্রকোণায় ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু #ক্লীন ইমেজের নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা#আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক#নেত্রকোণায় নবাগত ইউএনওকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা#আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন#নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু#কেন্দুয়ার একজন মানবিক নেতা জসীম উদ্দীন আহম্মেদ খোকন।#নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও#নগর নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন#নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন  সৈয়দ জাহেদুল আলম সভাপতি  হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন সম্পাদক #গৌরীপুরে ইতিহাস বিখ্যাত “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩” ঘোষণা: পুরস্কৃত হলেন দেশের বিভিন্ন জেলার ৭ জন গুণী ব্যক্তি#শতাধিক শীতার্তদের মাঝে পৌর বিএনপি নেতা শামীম খান ও আ: সালামের কম্বল বিতরণ#নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন