নেত্রকোনায় মহান মে দিবস পালিত


publisher প্রকাশের সময় : ০১/০৫/২০২৪, ৫:০১ PM / ৯৬
নেত্রকোনায় মহান মে দিবস পালিত

প্রকাশের সময় 01/05/2024

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্ব স্ব ব্যানারে মাথায় লাল ফিতা এবং গায়ে গেঞ্জি পড়ে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় মোক্তারপাড়া মাঠে জড়ো হয়।

সকাল সাড়ে ১০ টায় নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া মাঠ থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা সুব্রত ঘোষ, জেলা মোটর যান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতা বিল্লাল উদ্দিন শেখ বিল্লাল, বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল গফুর, জেলা দোকান কর্মচারী ইউনিয়নের নেতা আব্দুল হেলিম, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী উসমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

জেলা প্রশাসন ছাড়াও নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন, জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা দোকান কর্মচারী ইউনিয়ন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন, জেলা মাইক্রোস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন, জেলা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, জেলা কাঠ মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, জেলা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, জেলা ফল বিক্রেতা শ্রমিক ইউনিয়ন, জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন, জেলা বেকারী শ্রমিক ইউনিয়ন, জেলা হোটেল রেস্তুরা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করে।

 

ব্রেকিং নিউজ
#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন