নেত্রকোনার উপজেলা নির্বাচনের ফলাফল


publisher প্রকাশের সময় : ২২/০৫/২০২৪, ১২:০৩ AM / ২৫৫
নেত্রকোনার উপজেলা নির্বাচনের ফলাফল

প্রকাশের সময় 22/05/2024

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ।

এরপর শুরু হয় গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে।

এরই ধারাবাহিকতায় নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২৩ কেন্দ্রে নাইমা সুলতানা ফুটবল প্রতীকে ২৪,৪৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুহিন আক্তার হাঁস প্রতীক নিয়ে ১৮,২৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়।

নেত্রকোনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে সাইফুল ইসলাম খান শুভ্র ১৬,২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক লিপ্টন টিউবওয়েল প্রতিক নিয়ে ১২,২২৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনের ভোটারদের সবচেয়ে আকর্ষণের বিষয় ছিল চেয়ারম্যান পদকে ঘিরে। নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে মারুফ হাসান খান অভ্র হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৮,৩৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৩,৩৯৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়।

এছাড়াও আরো ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন, তারা হলেন, মো: মজিবুল আলম ফারাস হীরা দোয়াত-কলম প্রতীকে প্রাপ্ত ভোট ২২,২০৩, মো: আতাউর রহমান মানিক কাপ-পিরিচ প্রতীকে প্রাপ্ত ভোট ১৭,৪৫০, এ কে এম আজহারুল ইসলাম অরুণ ঘোড়া প্রতীকে প্রাপ্ত ভোট ১৩,০৪৩, আজিজুর রহমান খান আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ৪,৫১২, ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুল খালেক তালুকদার চশমা প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ৯,৪০২, অজয় চক্রবর্তী তালা প্রতিক নিয়ে প্রাপ্ত ভোট ৬,৯৫১, আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতিক নিয়ে প্রাপ্ত ভোট ৫,২২১, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী ভট্টাচার্য কলম প্রতীকে প্রাপ্ত ভোট ৭৬৭৩।

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত