শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নেত্রকোনায় সেনাবাহিনীর অভিযান, ১২৪২ পিস ইয়াবা, ৪৩ বোতল ফেনসিডিল, ১০ গ্রাম গাঁজা সহ তিন জন আটক মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।  নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানঃ ৫০০ পিস ট্যাপেন্ডাডলসহ তিন মাদক ব্যাবসায়ী আটক নেত্রকোনার মদনে রাইফেলসহ  ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার  নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত-২, আহত-১ কলমাকন্দা কলেজ ছ্ত্রদলের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত । নেত্রকোণায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচন অনুষ্ঠিত সরকারি কৃষ্ণপুর হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত* স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সেনাবাহিনীর অভিযান, ১২৪২ পিস ইয়াবা, ৪৩ বোতল ফেনসিডিল, ১০ গ্রাম গাঁজা সহ তিন জন আটক#মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। #নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত#দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানঃ ৫০০ পিস ট্যাপেন্ডাডলসহ তিন মাদক ব্যাবসায়ী আটক#নেত্রকোনার মদনে রাইফেলসহ  ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার #নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত-২, আহত-১#কলমাকন্দা কলেজ ছ্ত্রদলের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ।#নেত্রকোণায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচন অনুষ্ঠিত#সরকারি কৃষ্ণপুর হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত*#স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক#নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযান ঃ ২৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক#মদনে ৫৩ তম সমবায় দিবস পালিত।#এডভোকেট এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত#নেত্রকোনায় পপি’র WLCR প্রকল্প কর্তৃক সিআরএ এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত#পূর্বধলায় যৌথ বাহিনীর অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ#লগি-বৈঠাদারী আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে নেত্রকোনায় পৌর জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ#যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় যুবদলের উদ্যোগে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প#নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবি’র কাছে বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ#মদনে সিএনজির সাথে হ্যানট্রলির সংঘর্ষ নিহত ১জন।#নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আহবায়ক ডাঃ আনোয়ার ও সচিব ডাঃ আব্দুস ছাত্তার

নেত্রকোনার বেশীর ভাগ নদ-নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে, নদীর তলদেশে হচ্ছে ধান চাষ

এ কে এম আব্দুল্লাহ্ / ৩২১ বার পড়া হয়েছে
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

প্রকাশের সময় 30/03/2024

নেত্রকোনা জেলার ভেতর দিয়ে ৮৫টি নদ-নদী প্রবাহিত হলেও দীর্ঘদিন যাবৎ খনন না করায় কালের আবর্তনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টির পানির সাথে আসা বালি ও পলি পড়ে বেশির ভাগ নদ-নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। অনেক নদ-নদীর তলদেশে এখন ধান চাষ করা হচ্ছে।

পাহাড় নদী ও হাওর বাওর পরিবেষ্টিত জেলা নেত্রকোনা। এ জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ছোট বড় ৮৫টি নদ-নদী। সারা বছর এসব নদ-নদী পানিতে টইটুম্বর থাকতো। পাল তোলা নৌকার সাথে সাথে লঞ্চ স্টিমার ও কার্গো জাহাজ চলাচল করতো। নৌ পথে পণ্য পরিবহন খরচ কম হওয়ায় এ অঞ্চলের বেশিরভাগ ব্যবসায়ী নৌযানে তাদের মালামাল পরিবহন করতো। এছাড়াও নদীর দুই পাড়ের কৃষকরা নদী থেকে পানি সেচ দিয়ে তাদের হাজার হাজার একর ফসলি জমিতে ফসল উৎপাদন করে আসছিল। এক সময়ের খর¯্রােতা নদ-নদী গুলো কালের বিবর্তনে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় সে সব নদ-নদীতে এখন আর আগের মতো পানি প্রবাহিত হয় না। উজান থেকে নেমে আসা ঢলে পলি-বালি জমে বেশীর ভাগ নদ-নদী এখন তাদের অস্থিত্ব হারাতে বসেছে। নদীর বুক জুড়ে তৈরি হচ্ছে ফসলের মাঠ।
নতুন প্রজন্মের ছেলে মেয়েরা জেলার ৮৫টি নদ-নদীর মধ্যে বড় বড় কংশ মগড়া সোমেশ্বরী, ধনু ও উব্দাখালী নাম বলতে পারলেও বেশিরভাগ নদীর নাব্যতা হারিয়ে যেতে বসায় তাদের নাম বলতে পারছে না। ইতিমধ্যে নেত্রকোনা থেকে হারিয়ে যেতে বসা নদ-নদীগুলো হচ্ছে, আত্রাখালী নদী, কাওনাল নদী, কাকুরিয়া নদী, কানসা নদী, কানাই নদী, কালিয়ারা নদী, কালিহর নদী, কর্ণ বালজা নদী, কালা পানি ঝরা নদী, গুনাই নদী, জলকান্দি নদী, জল শিমুলকান্দি নদী, জারিয়া নদী, তেওড়াখালী নদী, ধলাই নদী, ধোপখলা নদী, ধুপিখালী নদী, নিতাই নদী, বাউরী নদী, ছিলা নদী, তুষাই নদী, বল নদী, বলী নদী, বালই নদী, বেদুরী নদী, বানোয়ারী নদী, বারুণী নদী, বালিয়া নদী, বাঁকহারা নদী, বিষনাই নদী, বেতাই নদী, মরা সুরমা, নয়া নদী, পাতকুড়া নদী, পিয়াইন নদী, সিনাই নদী, রাজেশ্বরী নদী, ধলেশ্বরী নদী, পাটেশ্বরী নদী, ফুলেশ্বরী নদী, লাউয়ারী নদী, সুতি নদী, সুরিয়া নদী, সাইঢুলি নদী, সোনাই নদী প্রমুখ।
কেন্দুয়া উপজেলার কলেজা শির্ক্ষাথী আমিরুল ইসলাম আসিফ বলেন, এলাকার প্রবীণদের কাছে অনেক নদ-নদীর নাম শুনেছি কিন্তু বাস্তবে বেশিরভাগ নদীর প্রকৃত রূপ আমরা দেখতে পাইনি। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, নেত্রকোনার হারিয়ে যেতে বসা নদ-নদীগুলো যেন দ্রæত খনন করে এ অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হয়।
নেত্রকোনার মদন উপজেলার মগড়া নদী ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের পেছন ও নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের সামনে দিয়ে প্রায় ২০ কিলোমিটার প্রবাহিত হয়ে পাশের উপজেলা কেন্দুয়ার সাইডুলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এ ছাড়াও ধলাই নদী ছত্রকোনা গ্রামের পিছন দিয়ে প্রায় ৪ কিলোমিটার প্রবাহিত হয়ে তিয়শ্রী ইউনিয়নের সাহিতপুর গ্রামের পিছনের মগড়া নদীতে মিলিত হয়েছে। এলাকার কতিপয় প্রভাবশালী মহল ছত্রকোনার পেছনের অংশসহ বিভিন্ন অংশ যে যার মতো দখলে নিয়ে পানি শুকিয়ে মাছ ধরে ধান চাষ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদৃশ্য কারণে নীরব থাকায় সচেতন মহলের ধারণা, জনগণ একদিকে নদীর উপকারীতা থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে সরকার বিপুল পরিমাণের রাজস্ব হারাচ্ছে।
নদীর দুই পাড়ের কৃষকরা জানান, তারা এই নদীর পানি দিয়ে সারা বছর ঘর গৃহস্থালীর কাজ করতো। বোরো ফসলের মাঠে সেচ দেওয়ার কোনো চিন্তা করতে হতো না। এখন আর জমিতে সেচ দেয়ার মতো পানি নেই।
তারা আরো জানান, এলাকার জেলেরা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। কিন্তু প্রভাবশালী মহলের দখলে থাকায় মাছ ধরা থেকে বঞ্চিত হয়েছে জেলেসহ সাধারণ জনগণ। দুই তীরে যাদের জমি আছে তারাই নদী দখলে নিচ্ছে। যাদের জমি নেই তারাও ধান লাগানোর ছলনায় নদী দখল করছে। কেউ কেউ সুবিধা অনুযায়ী নদী থেকে বালি উত্তোলন করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে।
এ ব্যাপারে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নদ-নদী ও খালের নাব্যতা রক্ষায় ইতিমধ্যে ৬০ কোটি টাকা ব্যায়ে তিনটি নদী ও বেশ কয়েকটি খাল খননের কাজ চলমান রয়েছে। আরো ২৪টি খাল খননের প্রকল্প তৈরী করে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, যে সব নদ-নদী ও খাল খননের প্রয়োজন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তার একটি তালিকা তৈরি করে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। নদী থেকে সকল প্রকার অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর