প্রকাশের সময় 09/11/2023
সম্পাদকীয়
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া ইউনিয়নের দেওথান গ্রামে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার এস.আই মো. পলাশ খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দশনায় মোহনগঞ্জ থানার এস.আই মো. পলাশ খান, এ.এস.আই মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার দুপুর আড়াইটার দিকে বড়কাশিয়া ইউনিয়নের দেওথান গ্রামে অভিযান পরিচালনা করেন।
এ সময় দেওথান গ্রামের মাদক ব্যবসায়ী মো. রবিন ওরফে কালা মানিক (২৪) ও পাশ^বর্তী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার আনন্দনগর গ্রামের মো. শামীম মিয়ার (২৪) দেহ তল্লাশী করে ৪০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে এস.আই মো. পলাশ খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।