প্রকাশের সময় 21/09/2023
আইরিন আলিফ
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় মোক্তারপাড়া পৌরসভাস্থ বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ১লা অক্টোবর নেত্রকোনায় আগমন উপলক্ষে গণসংবর্ধনা সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো:নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুর খান মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতিকার উদ্দিন মাসুদ প্রমুখ।