ভারতীয় রুপির দর সর্বকালের সর্বনিম্ন


publisher প্রকাশের সময় : ২৪/০৩/২০২৪, ২:৩৯ PM / ১৭৭
ভারতীয় রুপির দর সর্বকালের সর্বনিম্ন

প্রকাশের সময় 24/03/2024

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবারও (২২ মার্চ) মুদ্রাটির অবমূল্যায়ন ঘটেছে। এতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তাতে বলা হয়, প্রধান আন্তর্জাতিক মুদ্রা ইউএস ডলারের দাম বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে এশিয়ার অধিকাংশ কারেন্সি দর হারিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতের মুদ্রার অবনমন ঘটেছে।আলোচ্য কার্যদিবসের শেষ ভাগে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৩ দশমিক ৪৩ রুপিতে। ভারতীয় ইতিহাসে যা সবচেয়ে কম। সবমিলিয়ে চলতি সপ্তাহে ইন্ডিয়ান রুপির পতন ঘটেছে শূন্য দশমিক ৭ শতাংশ। সাপ্তাহিক হিসাবে বিগত ৭ মাসের মধ্যে তা সর্বোচ্চ মূল্য হ্রাস।

ব্যবসায়ীরা বলছেন, আলোচিত দিনে ভারতের সরকারি ব্যাংকগুলোতে মূল বৈশ্বিক মুদ্রা ডলারের চাহিদা ব্যাপক ছিল। মূলত, আমদানিকারকদের কাছে মুদ্রাটির আবেদন ছিল তুমুল। এছাড়া বৈদেশিক তহবিলের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যাপক চাপে পড়েছে ভারতীয় রুপি।

বেসরকারি খাতের মাঝারি আকারের এক ব্যাংকের কোষাধ্যক্ষ প্রধান বলেন, ইতোমধ্যে চীনের মুদ্রা ইউয়ান দুর্বল হয়েছে। এটিও বিশ্ববাজারে প্রচলিত অন্যতম মুদ্রা। ভারতীয় রুপির ওপর যা অধিক চাপ সৃষ্টি করেছে। ফলে নিম্নগামিতায় আগের নজির ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে এটি।

এদিন ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। বর্তমানের তা ১০৪ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। গত ১ মাসের মধ্যে যা সর্বাধিক। এই প্রেক্ষাপটে কোরিয়ান ওনের মান হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। মার্কিন শেয়ারবাজারও নিম্নমুখী হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দিনের শুরুতে ডলার সরবরাহ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে কর্মদিবসের শেষদিকে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের সেই প্রবণতা দেখা যায়নি। ফলে দেশটির মুদ্রা রুপির মূল্য সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। সূত্র: চ্যানেল ২৪।

ব্রেকিং নিউজ
#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা#নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক#নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার #কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।#শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলো গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম #নেত্রকোণায় ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু #ক্লীন ইমেজের নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা#আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক#নেত্রকোণায় নবাগত ইউএনওকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা#আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন#নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু#কেন্দুয়ার একজন মানবিক নেতা জসীম উদ্দীন আহম্মেদ খোকন।#নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও#নগর নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন#নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন  সৈয়দ জাহেদুল আলম সভাপতি  হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন সম্পাদক #গৌরীপুরে ইতিহাস বিখ্যাত “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩” ঘোষণা: পুরস্কৃত হলেন দেশের বিভিন্ন জেলার ৭ জন গুণী ব্যক্তি#শতাধিক শীতার্তদের মাঝে পৌর বিএনপি নেতা শামীম খান ও আ: সালামের কম্বল বিতরণ#নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন