মদনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন


publisher প্রকাশের সময় : ০৯/০৭/২০২৪, ৬:০২ PM / ১০০
মদনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশের সময় 09/07/2024

নেত্রকোনার মদন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে নেত্রকোনা-৪ আসনের মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন, গাছে গাছে সবুজ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ ও পর্যাপ্ত পরিমাণে গাছপালা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করা বৃক্ষরোপণ অত্যাবশ্যক।

মঙ্গলবার (৯ জুলাই) নেত্রকোনার মদন উপজেলা পাবলিক হল মাঠে দুপুর ১২ টার দিকে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে আমাদের।

তিনি আরো বলেন, হাওর অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে, যাতে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস থেকে হাওর অঞ্চলের মানুষ রক্ষা পায়, পরিবেশের ভারসাম্য ঠিক থাকে।

মদন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ছাড়াও উপস্থিত ছিলেন, মদন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আলম চৌধুরী আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত