শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সহজ জয়


publisher প্রকাশের সময় : ১৪/০৩/২০২৪, ১২:০৭ AM / ২৩৭
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সহজ জয়

প্রকাশের সময় 14/03/2024

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের নান্দনিক ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে গর্ত থেকে টেনে তুলেন অধিনায়ক শান্ত।

চতুর্থ উইকেটে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৬২ বলে ৬৯ রানের জুটি গড়েন শান্ত। ৩৭ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩৭ রান করে ফেরেন রিয়াদ।

১৫.৩ ওভারে ৯২ রানে ৪ উইকেট পতনের পর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে তুলেন শান্ত। পঞ্চম উইকেটে তারা ১৭৫ বলে ১৬৫ রানের অনবদ্য জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

অধিনায়ক শান্ত আর মুশফিকের অনবদ্য জুটিতে ৩২ বল আগেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের জয়ে ১২২ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১২২* রান করেন শান্ত।

ওয়ানডেতে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে গত বছরের ১১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ১১৭ রানের ইনিংস। গত বছরের ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলেন ১০৪ রানের ইনিংস।

শান্ত আজ প্রথম ৫০ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন। আর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ১০৮ বলে।

শান্তর সঙ্গে দারুণ জুটি গড়ে ব্যাটিং করে যান মুশফিকুর রহিম। তিনি ৮৪ বলে ৮টি চারের সাহায্যে ৭৩ রান করে অপরাজিত থাকেন।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলংকা।

দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন জানিত লিয়ানাগে। এছাড়া ৫৯ রান করেন লংকান অধিনায়ক কুশাল মেন্ডিস।

বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন পেস বোলার শরিফুল ইসলাম ও স্পিনার মেহেদি হাসান মিরাজ।

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত