যুগান্তরের সহ-সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


publisher প্রকাশের সময় : ১৯/১০/২০২৪, ১০:২১ PM / ৭১
যুগান্তরের সহ-সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময় 19/10/2024

দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গাজী সাদেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও যুগান্তর স্বজন সমাবেশের ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শহীদ হারুণ পার্কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শনিবার (১৯ অক্টোবর) মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ ও পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে গাজী সাদেকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক হাসান মেহেদী, শাকিল হোসাইন, আবু তাহের মো. তুরাব, জামির হাসান প্রিয়ো, প্রদীপ কুমার ভৌমিক স্মরণে এক মিনিট নিরবতা পালন, তাদের আত্মার মাগফেরাত ও আহত সাংবাদিকদের সুস্থ্যতা কামনা করা হয়।
প্রতিবাদ সমাবেশে নিহত সাংবাদিক গোলাম মোস্তফা সারোয়ার সাগর ও তার স্ত্রী মেহেরুন রুনি, ময়মনসিংহের স্বপন ভদ্র, সিলেটের এটিএম তুরাব, দীপ্তটিভির কর্মকর্তা তানজিন জাহান ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার আশিকুল ইসলাম আশিক, সিরাজগঞ্জের আবদুল হাকিম শিমুল, রংপুরের মশিউর রহমান উৎস, শাহজাদা মিয়া আজাদ, পাবনার সুবর্ণা নদী, জামালপুরের ইহসান ইবনে রেজা ফাগুন, নোয়াখালীর বুরহান উদ্দিন মুজাক্কিরসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন দৈনিক সংগ্রামের গৌরীপুর প্রতিনিধি মো. মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহ- সম্পাদক কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), বিএমএসএফ’র সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গ্লোরী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), শামীম আনোয়ার (ফুলতারা), তাসাদদুল করিম (বাহাদুর), আশিকুর রহমান (দৈনিক অনুসন্ধান প্রতিদিন), গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রজমানুর রহমান নাজিম, স্বজন রাজিবুল হাসান, শামীম মিয়া, রাকিবুল ইসলাম শান্ত, বাপ্পী আহমেদ, সানি মিয়া, রাকিব মিয়া প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দৈনিক যুগান্তর সহ-সম্পাদক গাজী সাদেক, দৈনিক যুগান্তরের ভোলার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, ভোলার দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, সুনামগঞ্জের আরটিভি’র শহীদ নুর আহমেদ, সময়টিভির হিমাদ্রী শেখরসহ সারাদেশে নির্যাতনের শিকার সাংবাদিকদেরকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহযোগিতা ও হামলায় জড়িতদের গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।

ব্রেকিং নিউজ
#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন#নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু#গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ #ক্ষণজন্মা তবু কর্মে যিনি মৃত্যুঞ্জয়ী!#মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল#নেত্রকোণায় আল-ফালাহ্ আইডিয়াল মাদ্রাসার নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।#আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যু বার্ষিকী#বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় দুই দিনব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব অনুষ্ঠিত#সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আশুরোগ মুক্তি কামনায় নেত্রকোনায় কোরআন খানি ও দোয়া মাহফিল#আটপাড়ায় শ্রমিক দলের কমিটি গঠন#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা#নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক#নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার #কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।