নারী যাত্রীকে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ জনতার কাছে পুলিশ লাঞ্ছিত


publisher প্রকাশের সময় : ১৮/০৪/২০২৪, ৫:৪৫ PM / ১২৪
নারী যাত্রীকে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ জনতার কাছে পুলিশ লাঞ্ছিত

প্রকাশের সময় 18/04/2024

ট্রেনে কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক স্থানীয় মোছাঃ রিতা (২২) নামে এক ট্রেন যাত্রীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নাজমুল বিশ্বাস নামে এক পুলিশ সদস্যকে লাঞ্চিত করেছে বিক্ষুব্দ জনতা। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে মারধরের শিকার হওয়া নারী গৌরীপুর উপজেলার শালীহর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী।

মোছাঃ রিতা বলেন- ‘ঘটনার দিন সকালে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আমি ও আমার পরিবারের চার সদস্য নাসরিাবাদ ৩০৮ ট্রেনের জন্য গৌরীপুর জংশনের প্লাটফর্মে অপেক্ষা করতে থাকি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এ ট্রেনটি ৭টা ৫০ মিনিটে স্টেশনে প্রবেশ করার পর ট্রেনের বগিতে উঠতে গেলে কর্তব্যরত পুলিশ, আরএনবি সদস্য ও পয়েন্টসম্যান রফিকুল ইসলাম আমাদের বাঁধা দেন। এসময় তারা আমাদের নিকট চট্রগ্রামের ভাড়া বাবাদ ৪ হাজার টাকা ভাড়া দাবি করেন। তাদের প্রস্তাবে আমি ২ হাজার টাকা ভাড়া দিতে রাজি হলেও এতে অপরাগতা জানান কর্তব্যরত আইন-শঙ্খলা বাহিনীর সদস্যরা। এ নিয়ে কথাকাটির এ পর্যায়ে পয়েন্টসম্যান রফিকুল ইসলাম আমাকে থাপ্পর মেরে মাটিতে ফেলে দেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের এলোপাথারীভাবে মারধর করেন। আমি ন্যাক্কারজনক এই হামলার বিচার চাই। ’

স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান-নারী ট্রেন যাত্রীকে মারধরের ঘটনায় উপস্থিত বিক্ষুব্দ জনতা তাৎক্ষণিক এক পুলিশ সদস্যকে লাঞ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান- উল্লেখিত এ ট্রেনের একটি বগির নিয়ন্ত্রণ থাকে কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে। মোটা অংকের ভাড়ার বিনিময়ে তারা ট্রেনযাত্রীদের উঠতে দেন ওই বগিতে। এ কাজে সহযোগিতা করে থাকেন স্টেশনের কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা।

গৌরীপুর স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর্জা মোহাম্মদ মুক্তা জানান- উল্লেখিত ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর স্থানীয় কয়েকজন গৌরীপুর পুলিশ ফাঁড়ির সদস্য নাজমুল বিশ^াসকে লাঞ্চিত করে। এ ঘটনায় স্থানীয় জুলহাস মিয়া (৩০), সাহাবুদ্দিন শেখ (২০) ও আলী হোসেন (১৯) কে আটক করা হয়েছে। পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গৌরীপুর স্টেশনের আরএনবি ইনচার্জ মোরশেদ আলম জানান- নারী যাত্রীকে মারধরের ঘটনার সঙ্গে গৌরীপুর স্টেশনের কর্তব্যরত কোন নিরাপত্তা বাহিনীর সদস্য জড়িত নন। ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন তিনি।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান- ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে স্থানীয় লোকজন নারী ট্রেনযাত্রীকে মারধরের ঘটনায় জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্টেশনের কর্মচারীদের বিচার দাবি করেছেন।

ব্রেকিং নিউজ
#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা#নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক#নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার #কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।#শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলো গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম #নেত্রকোণায় ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু #ক্লীন ইমেজের নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা#আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক#নেত্রকোণায় নবাগত ইউএনওকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা#আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন#নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু#কেন্দুয়ার একজন মানবিক নেতা জসীম উদ্দীন আহম্মেদ খোকন।#নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও#নগর নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন#নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন  সৈয়দ জাহেদুল আলম সভাপতি  হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন সম্পাদক #গৌরীপুরে ইতিহাস বিখ্যাত “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩” ঘোষণা: পুরস্কৃত হলেন দেশের বিভিন্ন জেলার ৭ জন গুণী ব্যক্তি#শতাধিক শীতার্তদের মাঝে পৌর বিএনপি নেতা শামীম খান ও আ: সালামের কম্বল বিতরণ#নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন