মদনে পাইকুএ্যাপস খুলে একটি  সংবদ্ধ চক্র হাতিয়ে নিল কয়েক কোটি টাকা 


publisher প্রকাশের সময় : ০৭/০৩/২০২৪, ৬:২৭ PM / ২৩০
মদনে পাইকুএ্যাপস খুলে একটি  সংবদ্ধ চক্র হাতিয়ে নিল কয়েক কোটি টাকা 

প্রকাশের সময় 07/03/2024

মদনে পাইকুএ্যাপস খুলে একটি  সংবদ্ধ চক্র হাতিয়ে নিল কয়েক কোটি টাকা

নেত্রকোনা মদনে তিয়শী ইউনিয়নে দৌলতপুর গ্রামে মোবাইলে(PAicoo) এ্যাপস খুলে একটি সংবদ্ধ চক্র দিগুণ টাকা কামানের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে প্রায় কয়েক কোটি টাকা
এলাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায় দৌলতপুর  গ্রামের সুলতান মিয়ার ছেলে সুহেলমিয়া(৩৫) তার হাত ধরেই ৩/৪ মাস পূর্বে একই এলাকার  মৃত আনুমিয়ার ছেলে শফিক (৪০) দরিবিন্নি গ্রামের মৃত ছদ্দু মিয়ার ছেলে মাহাবুব (৫৫),মৃত মন্তুখাঁর ছেলে শফিক(৫৫), মুবাইল এ্যাপ্ছ পাইকু খুলে দিয়ে, লাখ লাখ টাকা কামানোর কথা বলে উদবোদ্ধ করে।এর পর একজন থেকে অন্য জনের মাধ্যমে ছড়িয়ে দেয়। এর ফলে বিন্নি,দৌলতপুর,বালালী, এলাকার প্রায়  ৮৫%তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা,এই এ্যাপসের দিকে ঝুখে খুয়েছেন প্রায় কোটি টাকা,।
বৃহস্পতিবার সরজমিনে গেলে সিধরপুর গ্রামের বাসিন্দা সাজুমিয়ার ছেলে খায়রুল (৪১) বলেন আমি ৫৮ হাজার টাকার ধরা খাইছি,মৃত কবির খঁনের ছেলে মাজুমিয়া(৪৫) বলেন আমার ৬০ হাজার টাকা গেছে। কেউবা জমি বন্ধ দিয়ে, কিউবা গরু বিক্রি করে, কিউবা চরাসুদে টাকা এনে পাইকুর মধ্যে বেশি টাকা পাওয়ার আশায় দিছে, আমার মত শতশত লোকের কাছথেকে দিগুণ টাকা পাবে এমন আশায় অনেকেই আজ পথের ফকির হয়ে গেছি।  প্রায় ৩ কোটি টাকার মত হবে নিয়াগেছে কি করব ভাই এ নিয়ে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা,  দেখা যায়।
দৌলতপুর সুলতান মিয়ার ছেলে,সুহেলমিয়ার বাড়ীতে গেলে, তার মা বলেন সুহেল কোথায় আছে তা আমরা জানিনা বাবা। মঠোফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় না।
 মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কান্তি সরকার বলেন এখন পরর্যন্ত এ বিষয়ে  থানায়  কোন লিখিত অভিযোগ পাইনি  অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুদর্শন আচার্য্য

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত