কলমাকান্দায় পাহাড়ী ঢলের পানিতে ভেসে গেছে স্কুল শিক্ষার্থী

প্রকাশের সময় 13/07/2024

পানির স্রোতে বৃষ্টি ঋষি (৭) নামের এক কন্যা শিশু পানির স্রোতে ভেসে গেছে।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কলমাকান্দা সদর ইউনিয়নের বগজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির সন্তান বৃষ্টি ঋষি শনিবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে বাবনী গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে

হেঁটে যাওয়ার সময় পাহাড়ী ঢলের পানির স্রোতে ভেসে যায়। সে আগবকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, বাবনী গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ী ঢলের পানির স্রোতে ভেসে যায় শিশু বৃষ্টি। পরে নিখোঁজ শিশুর পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে জানালে আমরা ঘটনাস্থলে যাই। দুপুর ২টা পর্যন্ত শিশুটির কোন খোঁজ না পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *