প্রকাশের সময় 12/09/2024
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের টয়লেটের উন্মুক্ত ড্রেনকে কেন্দ্র করে কোচিং সেন্টারসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীদের অভিযোগ বৃহস্পতিবার সকাল এগােরাটার দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ দারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষের নেতৃত্বে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটেছে।
ঘটনা সূত্রে জানা গেছে আশুজিয়া জে এন সি একাডেমী সংলগ্ন অগ্রণী কোচিং সেন্টারসহ ফাহিম মেডিকেল এন্ড টেলিকম এবং মা বাবা কসমেটিকস ও ভ্যারাইটি স্টোরে মাদ্রাসা কর্তৃপক্ষ মাসুম আহম্মেদ কাশমী ও আবিদুরের রহমানের নেতৃত্বে দৃর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে নগদ অর্থ লুটপাট করে । পরে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
ভুক্তভোগী হেলাল ও হালিম মিয়া জানান, এই ভাংচুর ও লুটপাটের ঘটনায় নগদ অর্থ লুট,মালামালের ব্যাপক ক্ষতিসাধনে সর্বসাকুল্যে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চান।