প্রকাশের সময় 23/01/2025
(সোহেল মিয়া, নেত্রকোণা)
বাইশে জানুয়ারি তাকে হারানোর ২২ বছর! নিজেকে মানুষের জন্য নিবেদিত করেছিলেন।
রাজনৈতিক জীবনে রেখে গেছেন তেমন ছাপ। হয়তো ইচ্ছে ছিলো দীর্ঘ পথ এভাবেই পাড়ি দেবেন। কিন্তু পথের হলো না দেরি, হয়ে গেলো পথের শেষ!
আল আমিন খান পাঠান নেত্রকোণার রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে অনুস্মরণীয়। তিনি জেলা যুবদলের সভাপতি থাকা অবস্থায় অনন্ত লোকে যাত্রা করেন। তখন বয়স ছিল মাত্র ৩৭। মৃত্যুর ৩ বছর আগে তিনি এই পদে আসীন হন।
এর আগে তিনি ১৯৯৩ সালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রসংসদে এজিএসের দায়িত্বও পালন করেন তিনি।
নেত্রকোণার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের শুরু। দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে স্নাতক শেষ করে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।
প্রয়াত এই রাজনীতিবিদ জেলা শহরের তেরি বাজার এলাকায় ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন।
প্রতিবছর ২২ জানুয়ারি জেলার নানা শ্রেণীর মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আপনার মতামত লিখুন :