
প্রকাশের সময় 02/02/2025
(মোঃ সোহেল মিয়া)
নেত্রকোনায় গৃহবধূ লিমা আত্নহত্যা নাকি হত্যা এমন দ্বিধা দ্বন্দ্বে রয়েছে পিত্রালয়ের লোকজন সহ এলাকাবাসী
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার পৌর শহরের পুকুরিয়া এলাকায় ।
গৃহবধূ পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামের
আবুল হোসেনের মেয়ে । লিমাকে নয় মাস পূর্বে ইসলামি শরিয়ত মোতাবেক রফিকুল ইসলামের ছেলে হৃদয় মিয়ার কাছে বিবাহ দেন লিমার পিতা মাতা ও স্বজনেরা।
রফিকুল ইসলাম দুষ্ট প্রকৃতির ও ছেলে হৃদয় মিয়া ছিলো যৌতুক লোভী । হৃদয় মিয়ার বাবা মা সহ বোন ও ভগ্নিপতি মিলে লিমার উপর চালাত অমানবিক নিষ্ঠুর নির্যাতন।বাড়িওয়ালা ও লিমার পিত্রালয়ের লোকজন বিষয়টিরঅবগত ছিলো।
এ বিষয় নেত্রকোনা মডেল থানা অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজন আসামী গ্রেফতার করা হয়েছে,বাকিদেরকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পারিবারিক ও স্হানীয় সুত্রে জানাগেছে রফিকুল ইসলাম লিমা হত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
অপরদিকে লিমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পরেন উপস্থিত এলাকাবাসী। তাই প্রশাসনের সর্বমহলে লিমা হত্যা রহস্য উদঘাটন করে দ্রুত অপরাধীদের শাস্তি দাবি জানিয়েছেন লিমার অসহায় পিতা মাতা সহ এলাকাবাসী।
Reporter Name 











