গৌরীপুরে প্রতিমা ভাংচুর দুষ্কৃতকারী আটক 


publisher প্রকাশের সময় : ২৬/০৯/২০২৪, ১১:০৬ PM / ৬৮
গৌরীপুরে প্রতিমা ভাংচুর দুষ্কৃতকারী আটক 

প্রকাশের সময় 26/09/2024

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পৌর শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ-র মন্দির আঙ্গিনায় ২৫ সেপ্টেম্বর বুধবার  দিবাগতরাত অনুমানিক ৩.৩০ থেকে ৪ টার মধ্যে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরে ফেলে মন্দিরের ভাড়াটিয়ারা। পরে পুলিশকে জানানো হলে তাকে থানা হেফাজতে নেয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি যে ঘটিয়েছে তার নাম ইয়াসিন, পিতার নাম হান্নান, গ্রাম: গজন্দর ( বড় বাড়ি)। ঘটনার পরপরই পরিদর্শনে আসেন পুলিশ, সেনাবাহিনীর টিম, রেব-১৪ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও  উপস্থিত থেকে সার্বিক খোঁজ খবর নেন পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি রতন সরকার, গোবিন্দ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস, মধ্যবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হীরালাল সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।   এছাড়াও সনাতন ধর্মাবলম্বীের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের পাশে থাকার ঘোষনা প্রদান করেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক আহবায় ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আহম্দম তায়েবুর রহমান হিরন, বাংলাদেশ জামায়াত ইসলামী গৌরীপুর পৌরসভার সেক্রেটারি শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর  পৌরসভার সভাপতি মোঃ আবু ইউসুফ, বাংলাদেশ জামায়েত ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান, ইসলামী আন্দোলন গৌরীপুর  পৌর কমিটির সভাপতি মোঃ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার সেক্রেটারি আব্দুল মোতালিব, ছাত্র আন্দোলন, গৌরীপুর উপজেলার  সভাপতি মোঃ শরিফুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। আলোচনায় সকলেই একমত হয়ে দুঃখ প্রকাশ  করে বলেন  হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত যা কখনই আমাদের  কাম্য নয়। আমরাও সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার হোক এটাই চাই। আমাদের পারস্পরিক ধর্মীয় অনুভূতিতে যেন কেউ আঘাত না আনতে পারে সেজন্য আমাদের সকলকেই সজাগ থাকতে হবে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ।

ব্রেকিং নিউজ
#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা#নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক#নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার #কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।#শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলো গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম #নেত্রকোণায় ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু #ক্লীন ইমেজের নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা#আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক#নেত্রকোণায় নবাগত ইউএনওকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা#আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন#নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু#কেন্দুয়ার একজন মানবিক নেতা জসীম উদ্দীন আহম্মেদ খোকন।#নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও#নগর নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন#নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন  সৈয়দ জাহেদুল আলম সভাপতি  হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন সম্পাদক #গৌরীপুরে ইতিহাস বিখ্যাত “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩” ঘোষণা: পুরস্কৃত হলেন দেশের বিভিন্ন জেলার ৭ জন গুণী ব্যক্তি#শতাধিক শীতার্তদের মাঝে পৌর বিএনপি নেতা শামীম খান ও আ: সালামের কম্বল বিতরণ#নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন