
প্রকাশের সময় 25/10/2025
শুকনো রাস্তার উপর বেড়া দিয়ে বিকল্প পথে খেয়া পারাপার করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। রাস্তায় পানি থাকার শর্তে সড়ক ও জনপথের নির্মাণাধীন তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বারুঙ্কা গ্রামের সামনের রাস্তায় জনগণ চলাচলের সুবিধার্থে খেয়া পারাপারের করার জন্য চলতি বছরের মে মাস থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইজারা দিয়েছিল বালিজুড়ি ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ খেয়া পাড়াপাড়ে ইজারা শর্তের মধ্যে ছিল রাস্তার উপর পানি শুকিয়ে গেলে লোকজনকে খেয়া পারাপারে টাকা আদায় করা যাবে না। সে লক্ষে ইজারাদার প্রতিজনের কাছ থেকে ১০ টাকা এবং মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা করে আদায় করে আসছিল।
স্থানীয়দের অভিযোগ, গত ১০ অক্টেবর থেকেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বারুঙ্কা গ্রামের সামনের রাস্তাটিতে পানি শুকিয়ে পায়ে হেঁটে চলাচলের উপযোগী হয়ে উঠেছে। এই অবস্থায়ও ইজারাদার শুকনো রাস্তার উপর গাছের ডালপালা দিয়ে বাঁশের বেড়া দিয়ে পায়ে হাঁটার চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ইজারাদার বিকল্প রাস্তা দিয়ে পথচারী লোকজনকে খেয়া পারাপার করছে।
এ রাস্তায় চলাচলকারী বালিজুড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য একরামুল হুদা জানান, ইজারাদার শুকনো রাস্তার উপর বেড়া দিয়ে বিকল্প পথে খেয়া পারাপার করছে। তারা ঝগড়া-ফেসাদ এড়াতে বাধ্য হয়ে টাকা দিয়ে খেয়া পারাপার হচ্ছেন।
ইজারাদার জামাল মিয়া বলেন, বারুঙ্কা খেয়াঘাটটি এ বছর ইউনিয়ন পরিষদ থেকে ইজারা প্রাপ্ত হই। ইজারা পাওয়ার পর অন্য এক লোককে মৌখিকভাবে সাবলিজ দেই। অনেক মোটরসাইকেল চালক আমাকে বলেছে রাস্তাটি শুকিয়ে গেছে এখনো তারা বিকল্প খেয়া পারাপার করে টাকা নিচ্ছে। আমি তাদেরকে বলে দিয়েছি শনিবার থেকে আর টাকা আদায় করবে না।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, সড়ক ও জনপথের নির্মাণাধীন তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বারুঙ্কা গ্রামের সামনের রাস্তাটিতে বর্ষাকালে পানি থাকার কারণে এলাকার জনগণের অনুরোধে শর্ত মোতাবেক ইজারা দেয়া হয়েছিল। রাস্তার উপরে বর্তমানে পানি না থাকার কারণে ইজারাদারকে বলে দেয়া হয়েছে জনগণের কাছ থেকে কোন প্রকার টাকা আদায় না করার জন্য।
তিনি আরও বলেন, শনিবার সকাল থেকে জনগণের কাছ থেকে কোন প্রকার টাকা না তোলার জন্য সেখানে সারাদিন দুইজন গ্রাম পুলিশ মোতায়েন করা থাকবে।
Reporter Name 









