
প্রকাশের সময় 21/06/2025
(হৃদয় রায় সজীব)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানির নির্দেশনায় নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন ২০২৫) সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল বের করেন নেত্রকোনা জেলা ও শহর বিএনপি’র নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস এবং সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারী।
বিএনপি নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে হঠাৎ করে শহরে যে ঝটিকা মিছিল বের করা হয়, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় প্রতিবাদ জানাতেই বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামে।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির যেকোনো চক্রান্ত রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা সবসময় সতর্ক আছে। দেশের গণতন্ত্র ও নিরাপত্তার প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না।