
প্রকাশের সময় 14/03/2025
(রাজীব সরকার)
নেত্রকোণা মডেল থানা কর্তৃক আয়োজিত” আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় এবং ওপেন হাউস ডে” পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা মডেল থানার উদ্যোগে সদর উপজেলার ০৯ নং চল্লিশা ইউপির মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ্ নেওয়াজের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।
এসময় চল্লিশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ ইউনিয়নে মাদক, জুয়া, ইভটিজিং, জমি-জমা বিরোধ এবং সমাজ বিরোধী বিভিন্ন বিষয় তুলে ধরেন। সর্বপ্রকার সামাজিক অপরাধ নিরসনে সর্বাত্মক পুলিশের পাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ঐক্যমত প্রকাশ করেন।
সভায় পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, জুয়া, চুরি, কিশোর গ্যাং এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে সমাজের সচেতন মানুষের সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে। গ্রাম পুলিশ যারা আছে, তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। তারা বিভিন্ন সমস্যা, অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়।
তিনি আরও বলেন, অপরাধ সম্পর্কে আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে সমাজে বসবাস করতে পারে, সেটা নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য। নেত্রকোণা জেলায় আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে লোক নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে উল্লেখ করেন। একটি সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না। কাজ করতে গেলে ভুল হয়। অনেক সদস্যের অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। আমার দরজা সবসময় খোলা, যে কোন প্রয়োজনে আপনারা আমাকে পাবেন।
সভায় অন্যান্যদের মধ্যে সহকারি পুলিশ সুপার মোঃ পারভেজ আলম, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, চল্লিশা ইউনিয়নের বিট অফিসার এসআই(নিঃ)/মোঃ ফজলুল করিমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।