নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ

প্রকাশের সময় 07/02/2025

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ
নেত্রকোণা জেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্সে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা
সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান নিরোধ, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে জানুয়ারী মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
অপরদিকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল ইমরানুল আলম, শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্রের (আইসি) হয়েছেন পূর্বধলা থানার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ নুরুল আলম।
এছাড়াও শ্রেষ্ঠ এস আই হয়েছেন, নেত্রকোণা মডেল থানার এস আই মোঃ আব্দুল জলিল, কলমাকান্দা থানার এস আই মোঃ রাজন মিয়া, পুলিশ সুপার কার্যালয়ের (অপরাধ শাখা) এস আই মোঃ মাহমুদুল হাসান, পুলিশ লাইন্সের এস আই মোঃ আসাদুজ্জামান ও শ্রেষ্ঠ এ এস আই হয়েছেন, নেত্রকোণা মডেল থানার এ এস আই মোঃ সুজন মিয়া।
পর্যালোচনা সভা শেষে শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,  শ্রেষ্ঠ এস আই ও শ্রেষ্ঠ এ এস আই দের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হওয়ার নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় আমি সব সময়ই অবিচল। আমি সর্বদা জনগনকে ভালবাসি এবং আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। যে কোন পুরস্কার প্রাপ্তিতে সবারই ভাল লাগে। আমারও ভাল লাগছে। এ পুরস্কার পাওয়াতে কাজের প্রতি আমার অনুপ্রেরণা আরো বেড়ে যাবে। আমার কাজের সঠিক মূল্যায়ন করে আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করায় আমি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *