
প্রকাশের সময় 19/02/2025
(একে এম এরশাদুল হক জনি)
জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মিজানুর রহমান এর পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিজ্ঞ জিপি এডভোকেট মাহফুজুল হক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত
প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচ-কাওয়াজ প্রদর্শন করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। পরে মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লাফ, মোরগের লড়াই, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে বিজয় লাভ করেন। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য
আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।