
প্রকাশের সময় 11/05/2025
নেত্রকোনা প্রতিনিধিঃ
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোবায়েল আহমেদ খান নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার বাসিন্দা এবং মৃত শফিকুর রহমান খানের ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোবায়েল আহমেদ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, বিগত সময়ে দায়ের করা এসব মামলায় তাকে রোববার (১১ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হবে।