Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৩৯১ Time View

প্রকাশের সময় 08/07/2025

নেত্রকোনা প্রতিনিধি:

 

প্রতিবন্ধী ও অটিজম শিশুর শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন থেকে মুক্তির দাবিতে এমপিওভুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, নেত্রকোনা জেলা শাখা।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দিপক চন্দ্র বিশ্বশর্মা এবং স্মারকলিপি পাঠ করেন সাধারণ সম্পাদক পান্না আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়ক আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক কামরুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মীর হাসান রাজিবসহ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারিতে দেশের ২৭৪১টি প্রতিবন্ধী বিদ্যালয় অনলাইনে আবেদন করে। যাচাই-বাছাই শেষে ১৭৭২টি প্রতিষ্ঠানকে ‘ক’, ‘খ’, ও ‘গ’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হলেও দীর্ঘ পাঁচ বছরেও এসব প্রতিষ্ঠান স্বীকৃতি ও এমপিওভুক্তির বাইরে রয়ে গেছে।

এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

সংগঠনের নেতারা বলেন, এসব প্রতিষ্ঠান সরকার ঘোষিত ২০০৯ ও ২০১৯ সালের বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করছেন। অথচ এখনো পর্যন্ত এমপিওভুক্তি না হওয়া অত্যন্ত হতাশাজনক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

নেত্রকোনায় প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

Update Time : ০৫:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

প্রকাশের সময় 08/07/2025

নেত্রকোনা প্রতিনিধি:

 

প্রতিবন্ধী ও অটিজম শিশুর শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন থেকে মুক্তির দাবিতে এমপিওভুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, নেত্রকোনা জেলা শাখা।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দিপক চন্দ্র বিশ্বশর্মা এবং স্মারকলিপি পাঠ করেন সাধারণ সম্পাদক পান্না আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়ক আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক কামরুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মীর হাসান রাজিবসহ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারিতে দেশের ২৭৪১টি প্রতিবন্ধী বিদ্যালয় অনলাইনে আবেদন করে। যাচাই-বাছাই শেষে ১৭৭২টি প্রতিষ্ঠানকে ‘ক’, ‘খ’, ও ‘গ’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হলেও দীর্ঘ পাঁচ বছরেও এসব প্রতিষ্ঠান স্বীকৃতি ও এমপিওভুক্তির বাইরে রয়ে গেছে।

এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

সংগঠনের নেতারা বলেন, এসব প্রতিষ্ঠান সরকার ঘোষিত ২০০৯ ও ২০১৯ সালের বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করছেন। অথচ এখনো পর্যন্ত এমপিওভুক্তি না হওয়া অত্যন্ত হতাশাজনক।